ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে একদিনে সূচক বাড়ল ১০৮ পয়েন্ট

প্রকাশিত: ০৪:২৪, ৩০ মার্চ ২০১৮

পুঁজিবাজারে একদিনে সূচক বাড়ল ১০৮ পয়েন্ট

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স বেড়েছে ১০৮ পয়েন্ট। সেখানে সব ধরনের সূচকই বেড়েছে ২ শতাংশের ওপর। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ৩০৭ পয়েন্ট। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে দুই স্টক এক্সচেঞ্জে আগের দিনের চেয়ে লেনদেনও বেড়েছে। বৃহস্পতিবার ডিএসইতে ৪৭০ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৯৩ কোটি টাকা বেশি। বুধবার ডিএসইতে ২৭৭ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২৬১টির, কমেছে ৫৪টির আর অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ার দর। সকালে সূচকের উত্থান দিয়ে লেনদেন শুরুর পর ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১০৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৯৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩১৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০৬ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো: স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ইউসিবি, মার্কেন্টাইল ব্যাংক, ইফাদ অটো, সিটি ব্যাংক, গ্রামীণফোন ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। দরবৃৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো: বেক্সিমকো, গ্রীন ডেল্টা, শাশা ডেনিম, তাকাফুল ইন্স্যুরেন্স, বিডি ফাইন্যান্স, আইএফআইসি, প্রিমিয়ার ব্যাংক, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ডেল্টা লাইফ ও জিএসপি ফাইন্যান্স। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো: কুইন সাউথ টেক্সটাইল, স্টাইল ক্রাফট, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইউসিবি, রিপাবলিক, ফাইন ফুড, মুন্নু স্টাফলার ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৬৫ কোটি ৭৪ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৩৪৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭০টির, কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির শেয়ার দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : গ্রামীণফোন, এপেক্স ফুটওয়্যার, স্কয়ার ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, লিন্ডে বিডি, বাটা স্যু, বেক্সিমকো, লঙ্কাবাংলা ফাইন্যান্স, লাফার্জ সুরমা সিমেন্ট ও বিএসআরএম লিমিটেড।
×