ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের তাল-বাহানা

প্রকাশিত: ০৩:৩২, ২৯ মার্চ ২০১৮

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের তাল-বাহানা

অনলাইন ডেস্ক ॥ চুক্তি অনুযায়ী ৮ হাজারের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারে প্রত্যাবাসনে বাংলাদেশ থেকে তালিকা পাঠানো হলেও মাত্র ৬০০ জনকে ফেরত নেয়ার ব্যাপারে রাজি হয়েছে দেশটি। বৃহস্পতিবার বাংলাদেশের সরকারি এক কর্মকর্তা ফরাসি বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, কয়েক হাজার রোহিঙ্গাকে ফেরত পাঠানোর তালিকা দেয়া হলেও মাত্র কয়েকশ জনকে ফেরতে অনুমোদন করেছে মিয়ানমার। তবে দীর্ঘ প্রতীক্ষিত এই প্রত্যাবাসন প্রক্রিয়া ঠিক কবে নাগাদ শুরু হবে সেব্যাপারেও কোনো ইঙ্গিত দেয়নি দেশটি। ১০ লাখের বেশি রোহিঙ্গার মধ্যে থেকে মাত্র এক তৃতীয়াংশ রোহিঙ্গাকে প্রত্যাবাসনে গত নবেম্বরে বাংলাদেশ-মিয়ানমার ঐক্যমতে পৌঁছায়। তবে এই চুক্তি অনির্দিষ্টকালের জন্য থমেকে গেছে। প্রত্যাবাসনের প্রস্তুতি শুরু না হওয়ায় পরস্পরের বিরুদ্ধে দোষারোপ চলছে। ৮ হাজার ৩২ জন রোহিঙ্গাকে প্রত্যাবাসনে বাংলাদেশ থেকে একটি তালিকা পাঠানো হলেও মিয়ানমার ৬০০ জনেরও কম রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে। বর্তমানে ১০ লাখের বেশি রোহিঙ্গা মিয়ানমার সীমান্তের কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে দিন পার করছে। গত বছরের ২৫ আগস্ট রোহিঙ্গা বিদ্রোহীদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনী রাখাইনের উত্তরাঞ্চলে ক্লিয়ারেন্স অপারেশন শুরু করার পর থেকে এখন পর্যন্ত প্রায় সাত লাখ রোহিঙ্গা প্রতিবেশি বাংলাদেশে পাড়ি জমিয়েছে। ১৯৭০’ র দশকের দিকে রাখাইনের দক্ষিণ এবং মধ্যাঞ্চলে মিয়ানমার সেনাবাহিনীর একই ধরনের অভিযানে আরো প্রায় তিন লাখ রোহিঙ্গা মুসলিম রাখাইন ছেড়ে আগেই বাংলাদেশে পালিয়েছে। সূত্র : এএফপি।
×