ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্থানীয় সরাকার নির্বাচনেও সন্ত্রাস : রিজভী

প্রকাশিত: ০১:৫৮, ২৯ মার্চ ২০১৮

স্থানীয় সরাকার নির্বাচনেও সন্ত্রাস : রিজভী

স্টাফ রিপোর্টার ॥ স্থানীয় সরাকার নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থীরা সন্ত্রাস করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকারি দলের প্রার্থীদের সন্ত্রাসের কথা নির্বাচন কমিশনকে (ইসি) জানালেও কমিশন নির্বাকার ছিল। বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, বৃহস্পতিবার সারা দেশে স্থানীয় সরকারের ১৩৩টি ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনে অতীতের মতই সন্ত্রাস হয়েছে। নির্বাচন ঘিরে হত্যা, জখম, ভোটকেন্দ্র দখল, জালভোট প্রদান ও ব্যালটবাক্স ছিনতাইয়ের আগের সেই পুরনো রক্তাক্ত ঘটনারই পুনরাবৃত্তি ঘটছে। তবে সব কিছু জেনেও নির্বাচন কমিশন নিশ্চল। রিজভী বলেন, আওয়ামী লীগের প্রার্থীদের সন্ত্রাসের কারণে টাঙ্গাইলের কয়েকটি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রামের নাজিরহাট পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা বিএনপির আহ্বায়ক সারোয়ার আলমগীরের বাড়িতে হামলা এবং আহমদিয়া মাদ্রাসা ভোটকেন্দ্র থেকে বিএনপির এজেন্টসহ চারজনকে গ্রেফফতার করা হয়েছে। এসব জেনেও নির্বাচন কমিশনের নির্বিকার ভূমিকা পালন করায় বিএনপির পক্ষ থেকে নিন্দা জানাচ্ছি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, শওকত মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, জয়ন্ত কুমার কুন্ডু, অনির্বাহী কমিটির সদস্য আামিনুল ইসলাম প্রমুখ।
×