ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রদর্শনী টি২০তে মুখোমুখি সাকিব ও মাহমুদুল্লাহ

প্রকাশিত: ০৬:৪৭, ২৯ মার্চ ২০১৮

প্রদর্শনী টি২০তে মুখোমুখি সাকিব ও মাহমুদুল্লাহ

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান ও ইনফর্ম ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে আজ একটি টি২০ ম্যাচ খেলবে ‘বিসিবি লাল’ ও ‘বিসিবি সবুজ’ দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফ্লাডলাইটের আলোয় বিকেল পাঁচটায় শুরু ২০ ওভারের এই ম্যাচ। উল্লেখ্য, ঢাকা প্রিমিয়ার লীগে যাদের দল সুপার লীগে ওঠেনি, আবার রেলিগেশন লীগও খেলতে হচ্ছে নাÑ সেই তিন দল মোহামেডান, প্রাইম ব্যাংক ও শাইনপুকুরের ক্রিকেটাররাই দু’দলে ভাগ হয়ে গা-গরমের এই টি২০তে অংশ নেবেন। প্রিমিয়ার ক্রিকেটের সুপার লীগ বেশ জমে উঠেছে। আন্তর্জাতিক ব্যস্ততার কারণে জাতীয় ক্রিকেটারদের বড় অংশ কয়েক বছর পর পুরো সুপার লীগ খেলছেন। মাশরাফি বিন মর্তুজা-মুশফিকুর রহীম, সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজসহ অন্য তারকা ক্রিকেটারদের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে। কিন্তু সুপার সিক্সে মাঠে নেই সাকিব, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান ও মুস্তাফিজুর রহমানরা। বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘সুপার ও রেলিগেশন লীগের মাঝখানে থাকা তিন দলের ক্রিকেটাররা একদম অলস সময় কাটাচ্ছে। তাদের খেলার মধ্যে রাখতেই এই টি২০ ম্যাচের আয়োজন করা হচ্ছে। ক্রিকেট অপারেশন্স কমিটি থেকে আমাদের দুটি দল সাজিয়ে দিতে বলা হয়েছে।’ বিসিবি সবুজ দল ॥ মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), মেহেদী মারুফ, আল-আমিন জুনিয়র, সাদমান ইসলাম, আরিফুল হক, নাহিদুল ইসলাম, ইরফান শুক্কুর, তাইজুল ইসলাম, শুভাশীষ রায়, দেলোয়ার হোসেন, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, সাঈদ সরকার। বিসিবি লাল দল ॥ সাকিব আল হাসান (অধিনায়ক), রনি তালুকদার, জাকির হাসান, আফিফ হোসেন, তাওহিদ হৃদয়, শুভাগত হোম চৌধুরী, মোহাম্মদ সাইফুদ্দিন, রুবেল হোসেন, কাজী অনিক, এমডি আজিম, রায়হান উদ্দিন, জনি তালুকদার, সাব্বির হোসেন। স্বাধীনতা দিবস হ্যান্ডবলে ভিকারুননিসা সেরা স্পোর্টস রিপোর্টার ॥ বুধবার দিনব্যাপী বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় স্বাধীনতা দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা ধানম-ির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজ ১৪-৩ গোলে সানিডেইল স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি নুরুল ইসলাম পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভানেত্রী আনজুমান আরা আকসির।
×