ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিরোপা জেতার স্বপ্ন নিয়ে হংকং গেল মারিয়ারা

প্রকাশিত: ০৬:৪৪, ২৯ মার্চ ২০১৮

শিরোপা জেতার স্বপ্ন নিয়ে হংকং গেল মারিয়ারা

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ৩০ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত হংকংয়ে অনুষ্ঠিত হবে অ-১৫ চারজাতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট (জকি ক্লাব গার্লস ইন্টারন্যাশনাল ইয়ুথ ইনভাইটেশনাল ফুটবল টুর্নামেন্ট)। এই আসরে অংশ নেবে বাংলাদেশ, মালয়েশিয়া, ইরান এবং হংকং। এই আসরে খেলার মাধ্যমে এএফসি চ্যাম্পিয়নশিপ বাছাইয়ের প্রস্তুতিটা সেরে নিতে চায় গোলাম রব্বানী ছোটনের সুযোগ্য শিষ্যারা। চারজাতির এ টুর্নামেন্টে আগামী ৩০ মার্চ মায়েশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর ৩১ মার্চ ও ১ এপ্রিল বাংলার কিশোরীদের প্রতিপক্ষ ইরান এবং স্বাগতিক হংকং। খেলা হবে সিঙ্গেল লীগ পদ্ধতিতে। ভেন্যু সিউ সাই ওয়ান স্পোর্টস গ্রাউন্ড। টুর্নামেন্টে খেলার উদ্দেশ্যে ২৬ সদস্যবিশিষ্ট বাংলাদেশ দলের বৃহস্পতিবার দিবাগত রাতে (রাত ১টা ৫৫ মিনিটে) বিমানযোগে হংকং রওনা হওয়ার কথা। টুর্নামেন্ট খেলতে যাওয়া উপলক্ষে বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ-১৫ জাতীয় মহিলা ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন, সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু, মাহমুদা আক্তার, অধিনায়ক মারিয়া মান্দা, সহকারী অধিনায়ক আঁখি খাতুন, বাফুফের মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ এবং বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। উল্লেখ্য, কোচ ছোটনের অধীনে বাংলাদেশ মহিলা দল বিগত কয়েক বছর ধরে নজরকাড়া সাফল্য পেয়ে আসছে। যেমন : এএফসি অনুর্ধ-১৪ বালিকা চ্যাম্পিয়ন (আঞ্চলিক) আসরে দু’বার (২০১৫ ও ২০১৬), এএফসি অনুর্ধ-১৬ আসরের (২০১৬) আঞ্চলিক বাছাইপর্বে গ্রুপ চ্যাম্পিয়ন একবার এবং সর্বশেষ সাফ অ-১৫ মহিলা চ্যাম্পিয়নশিপে (২০১৭) একবার শিরোপা জিতেছে বাংলাদেশ মহিলা ফুটবল দল। এছাড়া তার অধীনে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে একবার রৌপ্যপদক অর্জন (২০১৬), দু’বার সেমিফাইনালিস্ট (২০১০ ও ২০১৪); এসএ গেমস ফুটবলে দু’বার তাম্রপদক (২০১০ ও ২০১৬) অর্জন করেছে বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল। তবে এখানেই থেমে যেতে চান না ছোটন। নতুন বছরে একাধিক শিরোপা হাতছানি দিচ্ছে তাকে। এগুলো হচ্ছে : তিনটি সাফ টুর্নামেন্ট (অ-১৫, ১৮ এবং সিনিয়র সাফ), একটি ফুটসাল টুর্নামেন্ট (থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য) এবং এএফসি অ-১৬ ও ১৯ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব আসর। মেয়েদের পরের লক্ষ্য আগামী চার বছরের মধ্যে ফিফা অ-২০ মহিলা বিশ্বকাপের মূলপর্বে খেলা। ইতোমধ্যেই তারা ফিফা অ-১৬ মহিলা বিশ্বকাপের বাছাইপর্ব খেলেছে। অংশ নিয়েছে এশিয়ার সেরা আট দল নিয়ে এএফসি অ-১৬ চ্যাম্পিয়নশিপের মূলপর্বে। প্রতি বছর তারা ১০-১৫টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে। এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে অনুষ্ঠিত হবে এএফসি নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব। তার আগে এই দলটি নামবে সাফ চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে। হংকংয়ে আমন্ত্রণমূলক টুর্নামেন্টটি তাই খুবই গুরুত্ব সহকারে নিয়েছেন ছোটন। কারণ ওই টুর্নামেন্ট দিয়েই আসন্ন দুই গুরুত্বপূর্ণ আসরের প্রস্তুতিটা সেরে নিতে চান তিনি। কোচ বলেছেন ৯০ মিনিট সমানতালে খেলতে পারবে তার মেয়েরা। অদম্য ও অপরাজেয় নারী ফুটবলারদের গত কয়েক বছরের কৃতিত্বগুলো খাটো করে দেখার কোন অবকাশ নেই। এই দলটিকে যথাযথ প্রশিক্ষণ ও অনুশীলন করানোর প্রক্রিয়া অব্যাহত রাখতে পারলে তারা দেশে ও বিদেশের মাটি থেকে আরও অনেক বিজয় গৌরব ও সুনাম ছিনিয়ে আনতে সমর্থ হবে। সোনার মেয়েদের কীর্তিগাথায় মোড়ানো এ রকম আরও অনেক স্বর্ণালি সাফল্য নিশ্চয়ই অবলোকন করা যাবে। বাংলাদেশ দল ॥ গোলরক্ষক- মাহমুদা আক্তার, রূপনা চাকমা; ডিফেন্ডার- আঁখি খাতুন (সহ-অধিনায়ক), নিলুফা ইয়াসমীন নীলা, আনাই মগিনি, নাজমা, দীপা খাতুন, রুনা আক্তার, রুমি আক্তার; মিডফিল্ডার- মারিয়া মান্দা, মনিকা চাকমা, লাবনী আক্তার, তহুরা খাতুন, মুন্নী আক্তার, শামসুন্নাহার, সোহাগী কিসকু; ফরোয়ার্ড- ঋতুপর্ণা চাকমা, সাজেদা খাতুন, আনুচিং মগিনি, শামসুন্নাহার, কোচ- গোলাম রব্বানী ছোটন, সহকারী কোচ- মাহবুবুর রহমান লিটু, মাহমুদা আক্তার। বাংলাদেশের ম্যাচের সূচী তারিখ প্রতিপক্ষ সময় ৩০ মার্চ মালয়েশিয়া সকাল সাড়ে ৯টা ৩১ মার্চ ইরান সকাল সাড়ে ৯টা ১ এপ্রিল হংকং দুপুর দেড়টা
×