ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্রি অফিসার্স ক্লাবের নতুন কমিটি

প্রকাশিত: ০৬:৩৩, ২৯ মার্চ ২০১৮

ব্রি অফিসার্স ক্লাবের নতুন কমিটি

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) অফিসার্স ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। ১৪২৫-২৬ বাংলা মেয়াদে গঠিত এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ব্রি’র প্রশিক্ষণ বিভাগের সিএসও এবং প্রধান ড. ইসলাম উদ্দিন মোল্লা এবং সাধারণ সম্পাদক হয়েছেন ব্রি’র উপ-পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) কৃষিবিদ এমরান হোসেন। বুধবার ব্রি’র নির্বাচন কমিশন এ ফল ঘোষণা করেন। কমিটির নির্বাচিত অপর কর্মকর্তারা হলেন সহসভাপতি ড. আমিনা খাতুন, যুগ্ম সম্পাদক মুহাম্মদ রেজাউল মনির, সামাজিক ও সাংস্কৃতিক সম্পাদক লিমন দেব, যুগ্ম সামাজিক ও সাংস্কৃতিক সম্পাদক সৈয়দা নাহিদা আক্তার, ক্রীড়া সম্পাদক ড. প্রিয় লাল বিশ্বাস, যুগ্ম ক্রীড়া সম্পাদক মোঃ কামরুজ্জামান পিন্টু, কোষাধ্যক্ষ তারিক সালাহউদ্দিন, সদস্য ড. মোঃ ফজলুল ইসলাম, মোঃ মামুনুর রশিদ, একেএম সালাহউদ্দিন, লুৎফুন নাহার, মোঃ মনিরুল ইসলাম। বরগুনায় সিআইডি পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ২৮ মার্চ ॥ বরগুনায় শহীদুল ইসলাম নামে এক ব্যক্তিকে সিআইডি অফিসে ডেকে ঘুষের দাবিতে অমানবিক নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বরগুনার সিআইডি পুলিশ পরিদর্শক সিরাজ উদ্দীনের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে। বুধবার দুপুরে বরগুনা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন শহীদুলের পরিবার। শহীদুলের স্ত্রী লাভলী লিখিত অভিযোগে বলেন, গত ২৪ মার্চ শহীদুলকে সিআইডির পুলিশ পরিদর্শক সিরাজ উদ্দীন (জিআর ৪৪৫/১১) একটি হত্যা মামলার তদন্ত কাজে মোবাইল ফোনে তার অফিসে ডাকেন। এরপর বিকেল সাড়ে পাঁচটার দিকে শহীদুল অফিসে গেলে হ্যান্ডকাপ লাগিয়ে রাতভর নির্যাতন চালায়। নির্যাতনের খবর জানতে পেরে পরের দিন আমরা সিআইডি অফিসে গেলে শহীদুলকে গুরুতর অসুস্থ অবস্থায় দেখতে পাই। এ সময় শহীদুলকে ছেড়ে দেবার শর্তে সিআইডি ইন্সপেক্টর সিরাজউদ্দিন এক লাখ টাকা ঘুষ দাবি করেন। অন্যথায় আমাকেও আমার স্বামীর মত মামলায় গ্রেফতার দেখানোর ভয়ভীতি দেখায়।
×