ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মান্দায় কষ্টি পাথরের লক্ষ্মীমূর্তি উদ্ধার

প্রকাশিত: ০৬:৩২, ২৯ মার্চ ২০১৮

মান্দায় কষ্টি পাথরের লক্ষ্মীমূর্তি উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৮ মার্চ ॥ মান্দায় পরিত্যক্ত অবস্থায় পুকুর থেকে কষ্টি পাথরের একটি লক্ষ্মী মূর্তি উদ্ধার করেছে পুলিশ। মূর্তিটির ওজন ১০ কেজি। বুধবার দুপুরে উপজেলার গাংতা গ্রামের ময়নুল হকের পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। জানা গেছে, ময়নুল হকের পুরনো একটি পুকুর কয়েকদিন আগে থেকে খনন কাজ শুরু করেন। খননের সময় বুধবার সকালে মাটির মধ্যে লক্ষ্মী মূর্তিটি দেখতে পান শ্রমিকরা। সংবাদ পেয়ে মূর্তি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। মূর্তিটির মূল্য কোটি টাকা হবে ধারণা করছেন স্থানীয়রা। ময়নুল হক জানান, পারিবারিকভাবে পাওয়া ওই পুকুরটি ভরাট হয়ে যাওয়ায় খনন কাজের উদ্যোগ নেয়া হয়েছে। খননকালে পুকুরের মাটির নিচে মূর্তিটি পাওয়া যায়। ডোমারে অটোরিক্সার চাঁদা আদায় নিয়ে সংঘর্ষ স্টাফ রির্পোটার, নীলফামারী ॥ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বুধবার দুপুরে এ ঘটনায় ১৩ জন আহত হয়। আহতদের মধ্যে আলমগীর হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী অভিযোগ করে জানায়, ডোমার অটো ফেডারেশন সমবায় সমিতির সভাপতি ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের নেতৃত্বে প্রায় সাড়ে ৪ বছর ধরে প্রতিটি অটোরিক্সা হতে চাঁদা আদায় করছিল। অপরদিকে গত এক সপ্তাহ আগে ডোমার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়নুল হক মুনু ডোমার অটো ফেডারেশন সমবায় সমিতির গঠন করে এর সভাপতি হয়ে তার লোকজন দিয়ে অটোরিক্সা হতে চাঁদা উত্তোলন শুরু করে। এ নিয়ে বুধবার সকাল হতে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। যা দুপুরের মধ্যে প্রকাশ্যে রূপ নিয়ে সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের ১৩ জন আহত হয়। মঠবাড়িয়ায় দশ দোকান পুড়ে ছাই নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ২৮ মার্চ ॥ মঠবাড়িয়া পৌর শহরে বুধবার সকালে কাপুড়িয়া পট্টিতে অগ্নিকা-ে ৯টি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছে। জানা গেছে, সকাল সাড়ে নয়টার দিকে ঝন্টু মালের মোমবাতির কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।
×