ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় প্রবেশপত্র নিতে ৪শ’ টাকা!

প্রকাশিত: ০৬:৩২, ২৯ মার্চ ২০১৮

কুষ্টিয়ায় প্রবেশপত্র নিতে ৪শ’ টাকা!

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২৮ মার্চ ॥ ‘৪শ’ টাকা জমা দিয়ে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ কর। টাকা না দিলে তোমাদের প্রবেশপত্র দেয়া হবে না।’ ভেড়ামারা কলেজ কর্তৃপক্ষের এমন দাবির প্রতিবাদের বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীরা বুধবার কলেজ চত্বর ও ভেড়ামারা শহরে বিক্ষোভ মিছিল করেছে। দফায় দফায় চলতে থাকা এই বিক্ষোভ দুপুর দেড়টার দিকে পুলিশ বন্ধ করে দেয়। পরে শিক্ষার্থীরা এ ব্যাপারে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করে। জানা গেছে, আগামী ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। ভেড়ামারা কলেজ থেকে এবার মোট ৮’শ ২৮ জন শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ২৪১ জন, মানবিক বিভাগে ৪৩০ জন এবং ব্যবসায় শিক্ষায় ১৫৭ জন। গত বছরের ২১ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করে প্রবেশপত্র নেয়ার অপেক্ষায় ছিল। গত ১২ মার্চের পর থেকেই ভেড়ামারা কলেজের কয়েকজন শিক্ষক ফরম পূরণ করা ৮২৮ জন শিক্ষার্থীর কাছে মোবাইল করে ৪’শ টাকা করে দাবি করেন। এইচএসসি পরীক্ষার্থী সৈকত আলী বলেন, কলেজের শিক্ষক হামিদুল ইসলাম আমার কাছে ফোন করে ৪’শ টাকা দাবি করেন। ফোনে পরীক্ষার্থীকে বলা হয়, তোমাদের বিদায়ী সংবর্ধনা দেয়ার জন্য ২শ’ টাকা এবং পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহের জন্য ২শ’ টাকা দিতে হবে। টাকা না দিলে তোমাদের প্রবেশপত্র দেয়া হবে না। প্রবেশপত্র না হলে তোমরা পরীক্ষাও দিতে পারবে না। দাবি করা ৪’শ টাকা ২০ মার্চের মধ্যে জমা দিতে বলা হয়। এভাবে ভেড়ামারা কলেজের এইচএসসি পরীক্ষার্থী রকি ইসলাম, আতিকুর রহমান, আশিক হোসেনসহ ফরম পূরণ করা সকল পরীক্ষার্থীকে মোবাইল করে টাকা দাবি করা হয়।
×