ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেধার ভিত্তিতে নিয়োগ

প্রকাশিত: ০৬:৩০, ২৯ মার্চ ২০১৮

মেধার ভিত্তিতে নিয়োগ

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ মেধার ভিত্তিতে পুলিশে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ নিয়ে নানা জল্পনা-কল্পনা মন্ত্রী এমপি নেতাদের তদ্বির উপেক্ষা করে এ বছর পুলিশে নিয়োগ দেয়া হয়েছে ২০৭ বেকার যুবককে। অন্যান্য বছরে পুলিশে নিয়োগ দেয়া নিয়ে সরকারী দলের মন্ত্রী এমপি এমনকি নেতার কথায় লিখিত এবং মৌখিক পরীক্ষায় পাস করিয়ে পুলিশে নিয়োগ দিতে হয়েছে। এতে অনেক মেধাবী প্রার্থী বঞ্চিত হয়েছেন। এ বছর মন্ত্রী এমপির কোন ডিও লেটার ছিল না। তদ্বির যতই হোক মেধা ছাড়া কেউ সুযোগ পায়নি। পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ জনকণ্ঠকে এক প্রশ্নের জবাবে জানিয়েছেন- নিয়োগ যেখানে, সেখানে তদ্বির আসতেই পারে। কিন্তু এ বছর পুলিশের কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে মেধাবীদের প্রাধান্য দেয়া হয়েছে। এ ছাড়াও পুলিশ সদর দফতর থেকে পরীক্ষা পর্যবেক্ষণে একটি শক্তিশালী টিম সকল জেলায় কাজ করেছে। এক রশিতে শ্যালিকা-দুলাভাইয়ের আত্মহত্যা নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২৮ মার্চ ॥ একই রশিতে ফাঁস নিয়ে শ্যালিকা-দুলাভাই আত্মহত্যা করেছে। বুধবার সকালে সদর উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের মাঠে একটি গাছ থেকে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। মৃতরা হলেন- পূর্ব তেঁতুলবাড়িয়া গ্রামের সাখাওয়াত হোসেনের মেয়ে ও নারিকেলবাড়ীয়া জেড এম মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী কলি খাতুন (১৫) এবং মন্টু মোল্লার ছেলে বিল্লাল হোসেন (২৬)। এলাকাবাসী জানায়, চার বছর আগে ওই গ্রামের মন্টু মোল্লার ছেলে বিল্লাল হোসেনের সঙ্গে প্রেমের জের ধরে বিয়ে হয় একই গ্রামের সাখাওয়াত হোসেনের মেয়ে পিংকির। তাদের ২ বছরের একটি সন্তান রয়েছে। একপর্যায়ে দুলাভাই বিল্লাল হোসেনের সঙ্গে শ্যালিকা কলির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ১০ দিন আগে তারা পালিয়ে যান। অবশেষে পীরতলা মাঠের একটি কড়ই গাছে একই রশিতে ঝুলে তারা আত্মহত্যা করেন।
×