ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাউথইস্ট ভার্সিটি

প্রকাশিত: ০৬:৩০, ২৯ মার্চ ২০১৮

সাউথইস্ট ভার্সিটি

সাউথইস্ট ইউনিভার্সিটি (এসইইউ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মজয়ন্তী এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত কথা সাহিত্যিক ও বাংলাদেশ শিশু একাডেমির সভাপতি সেলিনা হোসেন। এসইইউ উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীনের সভাপতিত্বে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম. কামালউদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. মোঃ আবু তাহের, রেজিস্ট্রার মেজর জেনারেল (অব) কাজী ফকরুদ্দীন আহমেদ। এর আগে ২৬ মার্চ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন এবং বিশ্ববিদ্যালয় কালচারাল ক্লাবের আয়োজনে সম্মিলিত জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।-বিজ্ঞপ্তি পরমাণু শক্তি কমিশন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে সোমবার বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান কার্যালয়ে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের তাৎপর্য এবং দেশের উন্নয়ন অগ্রগতি” শীর্ষক আলোচনা ও সিম্পোজিয়াম অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. শাকিল আহমেদ খান, পরিচালক, জীববিজ্ঞান বিভাগ, বাপশক, ঢাকা। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বলেন বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে স্বাধীনতার ঘোষণা ছিল, তিনিই স্বাধীনতার ঘোষক। এ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন। প্রফেসর ড. নঈম চৌধুরী, চেয়ারম্যান, বায়েরা এবং কমিশনের সদস্যসহ অন্যান্য সংস্থা প্রধানগণ উক্ত আলোচনা অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন। -বিজ্ঞপ্তি।
×