ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে কোটি টাকার হেরোইন উদ্ধার

প্রকাশিত: ০৬:২৯, ২৯ মার্চ ২০১৮

রাজশাহীতে কোটি টাকার হেরোইন উদ্ধার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গোদাগাড়ী উপজেলার একটি মুঠোফোনের দোকান থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাতে উপজেলার রেলগেট বাইপাস মোড়ের ‘রাহিম টেলিকম’ নামের দোকান থেকে এক কেজি ৯০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় একজনকে আটক করে ডিবি পুলিশ। আটককৃত রিপন আলী ওই দোকানের কর্মচারী। সে গোদাগাড়ীর মাটিকাটা গ্রামের জালালউদ্দিনের ছেলে। দোকানটির মালিক জসিমউদ্দিন একই উপজেলার মাটিকাটা সহড়াগাছি গ্রামের আফজাল হোসেনের ছেলে। গোদাগাড়ী থানার পরিদর্শক আলতাফ হোসেন জানান, জসিমের ফুফাতো ভাই ও ইউপি সদস্য সেতাফুর রহমান ওরফে বাবু এবং মামা নাসির উদ্দিন ওরফে নয়ন ডাক্তারও পুলিশের তালিকাভুক্ত মাদক বিক্রেতা। নর্থ সাউথ ভার্সিটিতে স্বাধীনতা দিবস উদ্্যাপন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যথাযথ মর্যাদায় তিন দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়। ২৭ মার্চ জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেয়া হয় এবং স্বাধীনতা দিবসের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় ট্রাস্টি বোর্ডের সদস্য বেনজির আহমেদ, এম এ কাশেম, উপ উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক গিয়াস ইউ আহসান বক্তব্য রাখেন। পরে ৬৫ অভিভাবক মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়। ২৬ মার্চ সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীদের একাংশ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। দুপুরে মুক্তিযুদ্ধভিত্তিক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোকসজ্জা করা হয়। ২৫ মার্চ সন্ধ্যায় গণহত্যা দিবস স্মরণে বিশ্ববিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বালন, শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।-বিজ্ঞপ্তি
×