ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বগা লঞ্চঘাটে তিন দিন ধরে ঢাকাগামী লঞ্চ ভিড়ছে না

প্রকাশিত: ০৬:২৯, ২৯ মার্চ ২০১৮

বগা লঞ্চঘাটে তিন দিন ধরে ঢাকাগামী লঞ্চ ভিড়ছে না

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৮ মার্চ ॥ পটুয়াখালী ও ঢাকা নৌ রুটের বগা লঞ্চ ঘাটে গত তিনদিন ধরে দোতালা লঞ্চ ঘাট না দেয়ায় যাত্রীরা মহাদুর্ভোগের শিকার হচ্ছেন। খেয়া যোগে নদীর অপর পাশের দুমকির বরফদি ঘাটে গিয়ে লঞ্চে উঠতে হচ্ছে। ঘাট ইজারাদারের সঙ্গে লঞ্চ কর্তৃপক্ষের রোটেশন পদ্ধতি ও বার্থিং লঞ্চের সংখ্যা অর্ধেক কমে যাওয়া নিয়ে মতানৈক্য দেখা দেয়ায় এ দুর্ভোগের সৃষ্টি হয়েছে। ইজারাদার সোহরব হোসেন অভিযোগ করেন, বগা লঞ্চ ঘাটে প্রতিদিন ৬টি দোতালা লঞ্চ ভিড়ত। এখন সেখানে মাত্র ৩টি দোতালা লঞ্চ ভিড়ছে। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী এই নৌ-রুটের প্রত্যেক লঞ্চ কর্তৃপক্ষ ১৫শ’ টাকা করে ঘাট ভাড়া প্রদান করত। রোটেশন পদ্ধতির কারণে ভাড়া অর্ধেকে নেমে যায়। এছাড়াও ঘাটের বার্থিং চার্জ সুপারভাইজার এবং লঞ্চের ক্যানভাসারদের টাকা পরিশোধ নিয়ে ইজারাদারের সঙ্গে লঞ্চ কর্তৃপক্ষের মতানৈক্য দেখা দিলে গত ২৬ মার্চ থেকে বগা ঘাটে ঢাকা টু পটুয়াখালীগামী দোতালা লঞ্চ ভেড়া বন্ধ হয়ে যায়।
×