ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে লক্ষাধিক ইয়াবা উদ্ধার ॥ গ্রেফতার ৩

প্রকাশিত: ০৬:২৮, ২৯ মার্চ ২০১৮

চট্টগ্রামে লক্ষাধিক ইয়াবা উদ্ধার ॥ গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর পাহাড়তলী ও সদরঘাট থানার বরিশাল কলোনি এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও দুটি আগ্নেয়াস্ত্র। গত মঙ্গলবার রাতে এ অভিযান পরিচালনা করে পুলিশ ও র‌্যাব। সিএমপি সূত্র জানায়, বরিশাল কলোনি এলাকায় রাত সাড়ে এগারোটার দিকে পরিচালিত অভিযানে গ্রেফতার করা হয় আরজু ওরফে আকাশকে। তার কাছে পাওয়া যায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, দুটি এলজি এবং চার রাউন্ড কার্তুজ। অপরদিকে, র‌্যাবের অভিযানে পাহাড়তলী এলাকা থেকে উদ্ধার হয় ১ লাখ ইয়াবা । আশাশুনি সরকারী কলেজে সংঘর্ষ ॥ আহত ৪ স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ আশাশুনি সরকারী কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছে। আহতদের আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে কলেজে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন রাজ, তাজ, শাকিল ও শাহারুল ইসলাম আশাশুনি সরকারী কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি হুমায়ুন কবির রাসেল জানান, আশাশুনি কলেজে নবীনবরণ অনুষ্ঠান চলাকালীন বহিরাগত কিছু যুবক এসে কলেজে ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলে। লক্ষ্মীপুরে ১৫ দোকান ভস্মীভূত নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ২৮ মার্চ ॥ সদর উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ববাজারে অগ্নিকা-ে বিভিন্ন ধরনের ১৫ দোকান ছাই হয়েছে। এতে ওই ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ীরা। বুধবার ভোরে চন্দ্রগঞ্জ পূর্ব বাজারের ভবভদ্রী ব্রীজ এলাকায় এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। খবর পেয়ে লক্ষ্মীপুরের ২টি এবং বেগমগঞ্জের ১টিসহ ৩টি ফায়ার সার্ভিস ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের জেলা উপ-পরিচালক ফরিদউদ্দিন আহমেদ চৌধুরী জানান, ভোরে একটি চায়ের দোকানর গ্যাস সিলিন্ডার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়।
×