ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ছাত্রলীগ নেতার খুনীদের গ্রেফতার দাবি

প্রকাশিত: ০৬:২৮, ২৯ মার্চ ২০১৮

ছাত্রলীগ নেতার খুনীদের গ্রেফতার দাবি

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ছাত্রলীগ নেতা রাকিব হত্যাকা-ে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। খুনীরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ বাড়ছে শাসকদলের ছাত্রসংগঠনটির নেতাকর্মীর মধ্যে। এদিকে, খুনের ঘটনায় আজ পর্যন্ত থানায় মামলাও হয়নি। কী কারণে মামলা হতে দেরি হচ্ছে, তা নিশ্চিত হওয়া যায়নি। গত ২৩ মার্চ রাতে শহরের নীলগঞ্জ সেতুর ওপর দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছিল রাকিব হাসানকে। তিনি ছিলেন ছাত্রলীগ সরকারী সিটি কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। অবস্থা গুরুতর হওয়ায় যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা রাকিবকে উন্নত চিকিৎসার জন্য খুলনা পাঠিয়েছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার মারা যান রাকিব। এদিকে, রাকিব হাসানের খুনীদের আটক ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে সরকারী সিটি কলেজ ছাত্রলীগ। বুধবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টা সিটি কলেজর মূল ভবনের সামনে এই মানববন্ধন হয়। কয়েক শ’ শিক্ষার্থী ও শিক্ষক এই মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু তোরাব মোহাম্মাদ হাসান, উপাধ্যক্ষ সুলতানা জুবাইয়দা গুলশানারা, শিক্ষক পরিষদের সভাপতি ড. আনোয়ার হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছালছাবিল আহমেদ জিসান, শহর কমিটির আহ্বায়ক মেহেদি হাসান রনি, সিটি কলেজ কমিটির সভাপতি খন্দকার মারুফ হুসাইন ইকবাল ও ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ আব্দুল হালিম।
×