ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মামলা প্রত্যাহার দাবিতে রামেক ফটকে তালা দিয়ে বিক্ষোভ

প্রকাশিত: ০৬:২৮, ২৯ মার্চ ২০১৮

মামলা প্রত্যাহার দাবিতে রামেক ফটকে তালা দিয়ে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচী পালন করেছে ইন্টার্ন চিকিৎসকরা। মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত হাসপাতালের প্রধান ফটকে তালা ঝুলিয়ে এ কর্মসূচী পালন করা হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন রোগী ও তাদের স্বজনরা। এ সময় প্রধান ফটক বন্ধ থাকায় জরুরী বিভাগের রোগীরা চিকিৎসা না পেয়ে ফিরে যান। জানা যায়, সকাল ১০টার দিকে হঠাৎ করে ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের প্রধান ফটক বন্ধ করে অবস্থান নেন। এ সময় ইন্টার্ন চিকিৎসকরা তাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবি জানান। এরপর থেকে ওই ফটক দিয়ে রোগী ও তাদের স্বজনরা ভেতরে প্রবেশ করতে পারেনি। প্রধান ফটক বন্ধ থাকায় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা ভোগান্তিতে পড়েন। পরে দুপুর একটার দিকে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় ইন্টার্নরা। এ সময় ডাবলু সরকার মামলা প্রত্যাহারের আশ্বাস দিলে তারা কাজে যোগ দেন। ইন্টার্ন চিকিৎসকদের এমন আচরণে ক্ষুব্ধ রোগী ও তাদের স্বজনরা। এই অপতৎপরতার লাগাম টানার আহ্বান জানিয়েছেন তারা। রামেক সূত্রে জানা যায়, চলতি বছর ১৪ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. এনামুল জহিরকে মারধর করে রামেক ইন্টার্ন চিকিৎসকরা। এ ঘটনায় পাল্টাপাল্টি কয়েকটি মামলা করা হয়। সবগুলো মামলা প্রত্যাহার হলেও ইন্টার্নদের বিরুদ্ধে করা একটি মামলা প্রত্যাহার না হওয়ায় তারা এ কর্মসূচী পালন করেন।
×