ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গ্রীনপিসের আহ্বানে সাড়া

প্রকাশিত: ০৬:১৮, ২৯ মার্চ ২০১৮

গ্রীনপিসের আহ্বানে সাড়া

নিউজিল্যান্ডে জ্বালানি তেলের চাহিদা বাড়তে থাকায় নতুন তেল ক্ষেত্র অনুসন্ধান করতে চায় নিউজিল্যান্ড অয়েল এ্যান্ড গ্যাস কোম্পানি। কিন্তু পরিবেশবাদী গ্রুপগুলোর বিরোধিতা করে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের কথা বলছে। পরিবেশবাদী গ্রুপ গ্রীনপিসের আহ্বানে সাড়া দিয়ে দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন সম্প্রতি ওয়েলিংটনে নিউজিল্যান্ড পেট্রোলিয়াম কনফারেন্সে বলেছেন, নবায়নযোগ্য শক্তি ব্যবহারের ক্ষেত্রে জীবাশ্ম জ্বালানির ব্যবহার একটি প্রতিবন্ধকতা। -নিউজিল্যান্ড হেরাল্ড ম্যানেজার ছাঁটাই ফ্রান্সিস্কা ম্যাকডোনাফ ছয় মাস আগে ব্যাংক অব আয়ারল্যান্ডের প্রধান নির্বাহীর দায়িত্ব নেয়ার পর প্রতিষ্ঠানটির মাথাভারি প্রশাসন সংস্কার করবেন বলে জানিয়েছিলেন। পরিকল্পনা মতো বিভিন্ন গ্রুপে কর্মরত ম্যানেজারদের সংখ্যা ১৫ শতাংশ কমিয়ে আনবেন গত সপ্তাহে বোর্ড মিটিংয়ে বলেন। প্রয়োজনের চেয়ে বেশি সংখ্যক ম্যানেজার থাকলেও নিচের দিকে কর্মীর সংখ্যা তুলনামূলকভাবে কম। এ কারণে ব্যাংকটির কর্মদক্ষতা নিম্নমুখী হয়ে পড়েছে। -আইরিশ টাইমস
×