ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট হলেন সুচির ঘনিষ্ঠ ব্যক্তি

প্রকাশিত: ০৬:১৮, ২৯ মার্চ ২০১৮

মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট হলেন সুচির ঘনিষ্ঠ ব্যক্তি

উ থিন কিয়াওয়ের পদত্যাগের এক সপ্তাহের মাথায় মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন উইন মিন্ট। ২০১২ সাল থেকে তিনি মিয়ানমার পার্লামেন্টের নিম্নকক্ষে স্পীকারের দায়িত্ব পালন করছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নতুন প্রেসিডেন্টও রাষ্ট্রীয় উপদেষ্টা আউং সান সুচির ঘনিষ্ঠজন। ২১ মার্চ রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধনের কারণে মিয়ানমারকে আন্তর্জাতিকভাবে প্রশ্নের মুখোমুখি রেখে পদত্যাগ করেন দেশের প্রেসিডেন্ট উ থিন কিয়াও। তার কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পোস্টের অস্বাক্ষরিত নোটিসে বলা হয়েছে, বিশ্রাম নেয়ার স্বার্থেই তিনি পদত্যাগ করেছেন। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। হারিয়েছিলেন কাজের সক্ষমতা। -এএফপি
×