ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে নিরাপত্তা তল্লাশির মুখে পাকিস্তানের প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৬:১৭, ২৯ মার্চ ২০১৮

যুক্তরাষ্ট্রে নিরাপত্তা তল্লাশির মুখে পাকিস্তানের প্রধানমন্ত্রী

পাকিস্তানের প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্রে গিয়ে সেখানকার বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির মুখে পড়েন বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। দেশটির কয়েকজন সরকারী কর্মকর্তার ওপর ভিসা বাতিলসহ যুক্তরাষ্ট্র নানা ধরনের নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে এমন গুঞ্জনের মধ্যে আব্বাসিকে নিরাপত্তা পরীক্ষার নামে নাজেহালের এ অভিযোগ এলো। এনডিটিভি। পারমাণবিক বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্টতা সন্দেহে যুক্তরাষ্ট্র সোমবার পাকিস্তনের সাতটি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাকিস্তানের টেলিভিশনগুলোতে দুদিন ধরে একটি ফুটেজ প্রচারিত হচ্ছে, যাতে আব্বাসিকে ব্যাগ ও কোট হাতে বিমানবন্দরের নিরাপত্তা চেকিং পেরিয়ে আসতে দেখা যাচ্ছে। বিমানবন্দরটি যুক্তরাষ্ট্রের বলেও দাবি গণমাধ্যমগুলোর। অসুস্থ বোনকে দেখতে গত সপ্তাহে ব্যক্তিগত সফরে আব্বাসি যুক্তরাষ্ট্রে যান। এর মধ্যে অনির্ধারিত বৈঠকে তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে সাক্ষাত করেন। পেন্স সে সময় সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতার বিষয়ে যে সন্দেহের সৃষ্টি হয়েছে তা নিরসনে পাকিস্তানীদের আরও বেশি কিছু করার অবকাশ আছে বলে স্পষ্ট ভাষায় জানান।
×