ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কৃষ্ণাঙ্গ হত্যাকারী দুই মার্কিন পুলিশের ফের দায়মুক্তি

প্রকাশিত: ০৬:১৭, ২৯ মার্চ ২০১৮

কৃষ্ণাঙ্গ হত্যাকারী দুই মার্কিন পুলিশের ফের দায়মুক্তি

কৃষ্ণাঙ্গ হত্যাকারী দুই পুলিশকে দায়মুক্তি দিয়েছে আমেরিকার একটি আদালত। এ ধরনের অপরাধে এর আগেও সেদেশের পুলিশ দায়মুক্তি পেয়েছ। পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ হত্যার একাধিক ঘটনা ঘটলেও সেজন্য কোন পুলিশকে বিচারের মুখোমুখি করা হয়নি। বিবিসি। ২০১৬ সালে এক কৃষ্ণাঙ্গকে হত্যাকারী দুই মার্কিন পুলিশকে বিচারের আওতায় না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে লুইজিয়ানা অঙ্গরাজ্য। ভিডিও ফুটেজে এ্যাল্টন স্টার্লিং নামের ওই ৩৭ বছর বয়সী কৃষ্ণাঙ্গকে হত্যার স্পষ্ট আলামত মিললেও লুইজিয়ানার এ্যাটর্নি জেনারেল জেফ ল্যান্ড্রির দাবি, দুই পুলিশ কর্মকর্তা মার্কিন আইনের সীমা লঙ্ঘন করেননি। গত বছরের মে মাসে যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টের পক্ষ থেকেও একই পর্যবেক্ষণ দেয়া হয়েছিল। বিচার দফতর মঙ্গলবার লুইজিয়ানার এ্যাটর্নি জেনারেল জেফ ল্যান্ড্রি বলেন, এ্যাল্টনের হত্যাকারী ওই দুই পুলিশ কর্মকর্তাকে অভিযুক্ত করা হবে না।
×