ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্রিটিশ পার্লামেন্টে হাজিরা দিতে জাকারবার্গের অস্বীকৃতি

প্রকাশিত: ০৬:১৭, ২৯ মার্চ ২০১৮

ব্রিটিশ পার্লামেন্টে হাজিরা দিতে জাকারবার্গের অস্বীকৃতি

ব্রিটিশ পার্লামেন্টে হাজিরা দিতে অস্বীকৃতি জানিয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার ঘটনায় যুক্তরাজ্যের সংসদীয় তদন্ত দলের সামনে উপস্থিত হতে রাজি হননি তিনি। হাজিরা দিতে প্রতিনিধি হিসেবে ফেসবুকের চীফ প্রোডাক্ট অফিসার ক্রিস কক্সকে সেখানে পাঠানোর কথা তিনি জানিয়েছেন। কক্সেই সংসদ অধিবেশনের বিরতির প্রথম সপ্তাহে তদন্ত কমিটির কাছে প্রমাণ উপস্থাপন করবেন। তবে জাকারবার্গের এই সিদ্ধান্তকে ‘বিস্ময়কর’ বলে মন্তব্য করেছেন পার্লামেন্টারি কমিটির চেয়ারম্যান। ভুয়া খবরের বিষয়ে জাকারবার্গকে নতুন করে ভাবনা চিন্তার পরামর্শ দিয়েছেন তদন্ত দলের প্রধান ডামিয়ান কলিন্স। ফেসবুক ও তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান ক্যামব্রিজ এ্যানালিটিকার বিরুদ্ধে ব্যক্তিগত তথ্য ঘাঁটা ও ব্যবহারের অভিযোগ রয়েছে। এ ঘটনায় জাকারবার্গ ‘বিশ্বাস ভঙ্গের’ জন্য ক্ষমা চেয়েছেন। তবে মঙ্গলবার ফেসবুক প্রোফাইলে থাকা কয়েক কোটি মানুষের তথ্যের অপব্যবহারের অভিযোগের জেরে ফেসবুকের প্রধান নির্বাহী ও অন্যতম প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের জবাব চেয়েছে ব্রিটিশ পার্লামেন্ট। জাকারবার্গের কাছে লেখা এক চিঠিতে সোমবারের মধ্যে জবাব দিতে বলেছিলেন কমিটির প্রধান ডামিয়ান কলিন্স। চিঠিতে ফেসবুকের একজন উর্ধতন নির্বাহীকে পার্লামেন্টের ডিজিটাল, কালচার, মিডিয়া এ্যান্ড স্পোর্টস বিষয়ক কমিটির সামনে উপস্থিত থাকতে বলা হয়। জাকারবার্গ তদন্ত দলের কাছে যাননি। কলিন্স বলেন, আমরা তার অসাধারণ প্রমাণ দেয়ার বিষয়ে আজ শুনেছি। এটা সত্যি বিস্ময়কর যে জিজ্ঞাসাবাদের জন্য মার্ক জাকারবার্গ নিজে প্রস্তুত নন।
×