ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এক বছর বাকি থাকলেও ব্রেক্সিটের কাজ এখনও অনেক বাকি

প্রকাশিত: ০৬:১৬, ২৯ মার্চ ২০১৮

এক বছর বাকি থাকলেও ব্রেক্সিটের কাজ এখনও অনেক বাকি

ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া (ব্রেক্সিট) শুরু হওয়ার পর এক বছর পার হয়ে গেছে। তবে চুক্তি নিয়ে আলোচনায় উভয় পক্ষই একমত যে তারা ব্রেক্সিটকে প্রধান ইস্যু হিসেবে গুরুত্ব দিচ্ছে। এক বছর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে ব্রেক্সিট প্রক্রিয়া শুরু করেন। আগামী বছর ২৯ মার্চ ব্রিটেন ইইউ থেকে বেরিয়ে যাবার তারিখ নির্ধারণ করেছে। এএফপি। ঐতিহাসিক বিচ্ছেদ প্রক্রিয়া শুরু করার জন্য উভয় পক্ষই বিস্তারিত আলোচনা শুরুর আশাবাদ ব্যক্ত করেছে। ভবিষ্যত বাণিজ্যিক সম্পর্ক নিয়ে জটিল চুক্তিতে উপনীত হতে মাত্র দুবছর সময় হাতে আছে। উভয় পক্ষই নাগরিকদের ও ব্যবসায়িক ক্ষেত্রে আরও নিশ্চিত নিরাপত্তার জন্য ব্রেক্সিট প্রক্রিয়াকে একমাত্র সমাধান হিসেবে দেখছে। যা বিচ্ছেদ পরিকল্পনায় আলোচনার জন্য লন্ডন ও ব্রাসেলসের মধ্যে আরও সময় নিয়ে করার জন্য সবপক্ষ একমত। কিংস কলেজ লন্ডনের ইউরোপিয়ান রাজনীতির অধ্যাপক আনন্দ মেনন বলেন, ট্রানজিশন কেবল আমাদেরকে খুব অল্প সময়ের মধ্যে সবকিছু করার অনুমতি দেয়। আমরা ব্রেক্সিট প্রক্রিয়ার জন্য প্রস্তুত। তবে তার পরের অবস্থার জন্য প্রস্তুত নই। ইইউ থেকে বেরিয়ে গেলেও ইইউর বাজেটে ব্রিটেনের আর্থিক সহায়তা দেয়া ও ইউরোপের একক বাজার ব্যবস্থাও চালু রাখতে একমত হলেও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের কোন ক্ষমতা নেই। ব্রাসেলস জোর করছে আগের মতোই ইইউর নাগরিকদের প্রবাহের ধারা অব্যাহত রাখার। ব্রাসেলসে উত্তেজনাপূর্ণ আলোচনার পর স্বল্পমেয়াদী সমাধানপত্র স্বাক্ষরিত হয়েছে। কিছুটা আশঙ্কা থেকেই যাচ্ছে কেননা সমস্যা সমাধানের জন্য পথ খুবই কঠিন হয়ে যাচ্ছে। ইউনিভার্সিটি অব ক্যামব্রিজের আইনের অধ্যাপক ক্যাথরিন বার্নার্ড বলেন, আসল প্রশ্ন হচ্ছে যদি ২০২০ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে কোন পক্ষ ব্রেক্সিট প্রক্রিয়ার জন্য প্রস্তুত না থাকে তখন কি হবে তা নিয়ে। ২০২০ সালের পর ভবিষ্যত খুবই অনিশ্চিত। লন্ডন ও ব্রাসেলসের মধ্যে বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরে ধীর গতি বা আলোচনা ভেঙ্গে যাওয়ায় ইতোমধ্যে ব্যবসা-বাণিজ্যের ব্যাপক ক্ষতি হচ্ছে। আইনী সংস্থা পিনসেন্ট ম্যাসনসের গবেষণায় দেখা গেছে, ৫১ শতাংশ ব্রিটিশ ব্যবসা প্রতিষ্ঠানে মহাদেশীয় কর্মীদের সরানোর সম্ভাবনাসহ আঞ্চলিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তাদের অধিকাংশই এখনই পরিকল্পনা করে রেখেছে এক বছরের মধ্যেই সবকিছু শেষ করা সম্ভব হবে। ব্রিটিশ অর্থ মন্ত্রণালয় ব্রেক্সিট প্রক্রিয়ার জন্য শত কোটি পাউন্ডের পরিকল্পনা গ্রহণের প্রস্তুতি নিয়ে রেখেছে। ব্রেক্সিট চুক্তি ব্রিটেন ও অপর ২৭ ইইউ দেশের ঐকমত্য ছাড়া সম্পন্ন করা যাবে না। ব্রাসেলসের পক্ষ থেকে ঐকমত্যে পৌঁছাতে অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়া হয়েছে।
×