ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী আজ ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন

প্রকাশিত: ০৫:৫৬, ২৯ মার্চ ২০১৮

প্রধানমন্ত্রী আজ ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৮ মার্চ ॥ দীর্ঘ সাড়ে ১৭ বছর পর বৃহস্পতিবার বেলা ১১টায় ঠাকুরগাঁওয়ে আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি হেলিকপ্টারে ঠাকুরগাঁও বিজিবি সেক্টরের মাঠে নামবেন। দুপুর ১২টায় ঠাকুরগাঁও সার্কিট হাউসে জেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন। এরপর ঠাকুরগাঁও সরকারী বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠের সভাস্থল হতে ৬৮ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিকেল তিনটায় ওই মাঠেই জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। জেলা ডিবি পুলিশের তত্ত্বাবধানে গত ২৬ মার্চ শহরের সরকারী বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে মঞ্চ প্রস্তুতের কাজ শুরু করা হয়। বুধবার দুপুরে মঞ্চ এসএসএফ’র কাছে হস্তান্তর করা হয়। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহম্মদ সাদেক কুরাইশি, কৃষক লীগের সভাপতি সরকার আলাউদ্দীন, সাধারণ সম্পাদক পবারুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ বলেন, জনসভায় ৫ লক্ষাধিক লোকের সমাগম ঘটবে। এদিকে ১৭ বছর ছয় মাস পর বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে বর্ণিল রঙে সেজে উঠছে জেলা শহর ও আশপাশের এলাকা। তাঁর আগমনের খবরে আশায় বুক বেঁধেছেন জেলাবাসী। নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়েছে তিন স্তরের নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সরাসরি ঠাকুরগাঁও-ঢাকা আন্তঃনগর ট্রেন সার্ভিস, পড়ে থাকা বিমানবন্দর ও রেশম কারখানা চালু, পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, বাংলাদেশ টেলিভিশনের স্থানীয় সম্প্রচার কেন্দ্রকে পূর্ণাঙ্গ কেন্দ্র ঘোষণা, শহরে স্থানীয় বেতার কেন্দ্রের রেকর্ডিং হাউস নির্মাণ এবং কৃষি ভিত্তিক ইপিজেড স্থাপনসহ বেকারত্ব দূরীকরণে উদ্যোগ গ্রহণের দাবি উঠেছে এলাকার মানুষের। বৃহস্পতিবার ঠাকুরগাঁও সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে জনসভায় ভাষণ দেয়ার আগে প্রধানমন্ত্রী ৩৫ উন্নয়ন কাজের ফলক উন্মোচন ও ৩৩ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
×