ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজ ১৩৪ স্থানীয় সরকার পরিষদে সাধারণ ও উপনির্বাচনে ভোট

প্রকাশিত: ০৫:৫৪, ২৯ মার্চ ২০১৮

আজ ১৩৪ স্থানীয় সরকার পরিষদে সাধারণ ও উপনির্বাচনে ভোট

স্টাফ রিপোর্টার ॥ ইউপি, পৌরসভা, উপজেলা এবং সিটি কর্পোরেশনসহ দেশের ১৩৪টি স্থানীয় সরকার পরিষদের বিভিন্ন পদে সাধারণ ও উপনির্বাচনে ভোট গ্রহণ করা হচ্ছে আজ বৃহস্পতিবার। ইসি কর্মকর্তারা জানিয়েছেন এর মধ্যে ৪৭টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। ৭২টিতে বিভিন্ন পদে উপনির্বাচন ও স্থগিত কেন্দ্রের নির্বাচনে ভোট নেয়া হবে। এছাড়া দুটি উপজেলার চেয়ারম্যান পদে উপনির্বাচন, ৪টি পৌরসভায় সাধারণ নির্বাচন ও ৭ পৌরসভার বিভিন্ন পদে উপনির্বাচন ও স্থগিত কেন্দ্রের নির্বাচন এবং খুলনা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটি করে সাধারণ ওয়ার্ডে নির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হচ্ছে। এসব স্থানীয় সরকার পরিষদে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। তা বিরতি ছাড়াই বেলা ৪টায় শেষ হবে। ইসির পক্ষ থেকে অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয়েছে। ভোট সামনে রেখে নির্বাচনী এলাকায় মঙ্গলবার মধ্যরাত থেকে প্রচার শেষ হয়েছে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার মধ্যরাত থেকে আজ বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত নির্বাচনী এলাকায় বেবিট্যাক্সি, অটোরিক্সা, ইজিবাইক, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পো প্রভৃতি যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সেই সঙ্গে ভোটগ্রহণের পূর্ববর্তী তিনদিন থেকে ভোটগ্রহণের দিন মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তবে জরুরী সেবায় নিয়োজিত যানবাহনের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এছাড়া বুধবার দিবাগত মধ্যরাত ১২টা থেকে আজ বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত লঞ্চ, ইঞ্জিনচালিত সকল ধরনের নৌযান ও স্পিডবোট চলাচল করতে পারবে না। তবে জনগণ বা ভোটারদের চলাচলের জন্য ক্ষুদ্র নৌযান চলাচল নিষেধাজ্ঞার বাইরে রাখতে বলা হয়েছে বলেও জানান আসাদুজ্জামান। এসব নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি, আচরণ বিধিমালা প্রতিপালনসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেয়ার জন্য আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক সম্পন্ন করেছে ইসি। এছাড়া নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। তারা জানায় এসব নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। আগেই জেলায় জেলায় নির্বাচনী মালামাল পৌঁছে দেয়া হয়েছে। সেখান থেকেই বৃহস্পতিবার ভোটের আগের রাতেই আইনশৃঙ্খলাবাহিনীর সহায়তায় সেগুলো কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয়েছে। তারা জানায়, সুষ্ঠুভাবে এই নির্বাচন সম্পন্ন করতে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতিটি ভোট সর্বমোট ২০জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতি ইউনিয়নে পুলিশ, এপিবিএন, ব্যাটালিয়ন আনসারের ২টি করে মোবাইল টিম, বিজিবি ১ প্লাটুন ও র‌্যাব এর ২টি করে টিম মোতায়েন করা হয়েছে। বরগুনা ও সন্দ্বীপের জন্য ১ প্লাটুন কোস্টগার্ড সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ৭৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়োগ করা হয়েছে। পৌরসভা নির্বাচন উপলক্ষে কেন্দ্রে পুলিশ, এপিবিএন, ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে মোবাইল টিম ৩২টি, স্ট্রাইকিং ফোর্স ৫টি, ১০ প্লাটুন বিজিবি ও র‌্যাব এর ১৭টি টিম মোতায়েন রয়েছে। পৌরসভায় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৩৭জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৪জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। যে চারটি পৌরসভায় আজ বৃহস্পতিবার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তার মধ্যে রয়েছে গোপালগঞ্জের কোটালীপাড়ার চট্টগ্রামের নাজিরহাট, টাঙ্গাইলের এলেঙ্গা ও ময়মনসিংহের হালুয়াঘাটে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া যেসব ইউপি আজ ভোট গ্রহণ করা হচ্ছে তার মধ্যে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও জীবননগর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ, বরগুনার তালতলীতে ১টি, পটুয়াখালীর ২টি উপজেলার ৭টি ইউপি, টাঙ্গাইলের দুটি উপজেলার ৭টি ইউপি, ফরিদপুরের সদরের ১০ইউপিতে, গাজীপুর সদরের তিনটি ইউপি, কুমিল্লার বরুড়া উপজেলায় ৩টি খাগড়াছড়ির দীঘিনালায় ২টি চট্টগ্রামের সন্দ্বীপে ২টি, সিলেটের ফেঞ্চুগুঞ্জে ৫টি ইউনিয়ন পরিষদ এবং রাজশাহীর পুঠিয়ায় দুটি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে আজ ভোট গ্রহণ করা হচ্ছে।
×