ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লন্ডনে ‘একজন শেখ কামাল’ গ্রন্থের মোড়ক উন্মোচন

প্রকাশিত: ০৫:৫০, ২৯ মার্চ ২০১৮

লন্ডনে ‘একজন শেখ কামাল’ গ্রন্থের মোড়ক উন্মোচন

সাজিয়া স্নিগ্ধা, লন্ডন থেকে ॥ সম্প্রতি পূর্ব লন্ডনের হলিডে ইন হোটেলের ভিক্টোরিয়া স্যুটে সুজাত মনসুর সম্পাদিত ‘একজন শেখ কামাল’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডাঃ দীপুমনি এমপি। মোড়ক উন্মোচন কমিটির আহ্বায়ক সৈয়দ মোজাম্মেল আলীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন গ্রন্থের সহযোগী সম্পাদক সাজিয়া স্নিগ্ধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন, গণতন্ত্রের মানসপুত্র মরহুম হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ছেলে রাশেদ সোহরাওয়ার্দী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালকে উৎসর্গকৃত অনুষ্ঠানের শুররুতেই স্বাগত বক্তব্য রাখেন ‘একজন শেখ কামাল’ গ্রন্থের সম্পাদক সুজাত মনসুর। অনুষ্ঠানে বক্তারা স্বাধীনতা পরবর্তী যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠন এবং পুনর্বাসনের ক্ষেত্রে বহুগুণে গুনান্বিত একজন পরিপূর্ণ আধুনিক মানুষ শেখ কামালের অসামান্য অবদান নিয়ে আলোচনার পাশাপাশি স্বাধীনতা পরবর্তীকালে আবাহনী ক্লাব প্রতিষ্ঠা, স্পন্দন শিল্পীগোষ্ঠী প্রতিষ্ঠাসহ শিল্প-সাহিত্য সংস্কৃতির প্রতি শেখ কামালের অগাধ টান এবং ভালবাসার বিভিন্ন বিষয় তুলে আনেন। বক্তারা বলেন, শেখ কামালকে নিয়ে এর আগে আর কোন বই প্রকাশিত হয়নি। ক্রীড়াপ্রাণ, মেধাবী শেখ কামালের গুণাগুণ নিয়ে আরও বই এবং গবেষণার প্রয়োজন আছে বলে সবাই মনে করেন। এছাড়াও শেখ কামাল সম্পর্কে সকল প্রকার মিথ্যা রটনার বিপরীতে আসল শেখ কামালকে খুঁজে নিতে ‘একজন শেখ কামাল’ গ্রন্থটি অনেক সহায়ক হবে সকলে মনে করেন। সাজিয়া স্নিগ্ধার গ্রন্থনা এবং পরিকল্পনায় শহীদ শেখ কামালকে নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে শেখ কামালকে নিয়ে জুয়েল রাজ এবং সৈয়দ হিলাল সাইফের গান, আতাউর রহমান মিলাদের কবিতা নিয়ে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম ইউকের অঙ্গ-সংগঠন সোনার তরী একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন জামাল আহমেদ খান।
×