ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্মিথদের নিষিদ্ধ করল ক্রিকেট অস্ট্রেলিয়া

প্রকাশিত: ০৫:৪৯, ২৯ মার্চ ২০১৮

স্মিথদের নিষিদ্ধ করল ক্রিকেট অস্ট্রেলিয়া

শাকিল আহমেদ মিরাজ ॥ ইতিহাসের আলোচিত বল টেম্পারিংয়ের ঘটনায় অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে এক বছরের জন্য সকল ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আর দক্ষিণ আফ্রিকা সফরে কেপটাউন টেস্টে মাঠের মধ্যে শিরীষ কাগজ দিয়ে বল ঘষে ঘৃণিত এ কর্ম বাস্তবায়নকারী ক্যামেরন ব্যানক্রফটকে ৯ মাসের জন্য একই শাস্তি দেয়া হয়েছে। স্মিথ-ওয়ার্নার ক্রিকেটে ফেরার পর ভবিষ্যতে আর কখনই অধিনায়কত্ব করতে পারবেন না। তবে সিএ’র দেয়া এই শাস্তির বিরুদ্ধে আপীল করতে পারবেন তারা। ঘটনার পরপরই আইসিসি স্মিথকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল, ব্যানক্রফটের ম্যাচ ফির ৭৫ শতাংশ কেটে নেয়া হয়। তবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর কঠোর বার্তা পেয়ে কেপটাউনে তদন্ত দল পাঠায় সিএ। এরপরই এলো এক বছরের এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত। টেস্ট ক্রিকেটে স্মিথ এখন আইসিসি র‌্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যান। ওয়ার্নার আছে পঞ্চম স্থানে। সাম্প্রতিক সময়ে এই দু’জনের পারফর্মেন্সের ওপর ভর করেই অস্ট্রেলিয়া দারুণ সব সাফল্য তুলে নিয়েছে। তাদের হারিয়ে দলটি কঠিন পরীক্ষার মুখে। সিরিজে ২-১এ এগিয়ে আছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। শুক্রবার জোহানেসবার্গে শুরু হতে যাওয়া চতুর্থ ও শেষ ম্যাচেও নেতৃত্ব দেবেন টিম পেইন। মূলত তিনিই এখন অসিদের অন্তর্বর্তী অধিনায়ক। আর কলঙ্কিত তিন ক্রিকেটারের পরিবর্তে গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট রেইন শ ও জো বার্নসে অন্তর্ভুক্ত করা হয়েছে। টেম্পারিং বিতর্কের সূত্রপাত কেপটাউন টেস্টের তৃতীয়দিনের টিভি ফুটেজ থেকে। যেখানে দেখা যায় পকেট থেকে হলুদ এক টুকরো কাপড়ের মতো কিছু বের করে বলে ঘষতে চেয়েছিলেন ব্যানক্রফট। পরে সেটি লুকিয়ে রাখেন ট্রাউজারের ভেতর। দিনের খেলা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টেম্পারিংয়ের চেষ্টার কথা স্বীকার করেন স্মিথ ও ব্যানক্রফট। স্মিথের দাবি, দলের লিডারশিপ গ্রুপ থেকেই টেম্পারিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। তবে কোচ ড্যারেন লেহম্যান এর সঙ্গে জড়িত নন। সিএ’র তদন্তেও নির্দোষ লেহম্যান তার দায়িত্ব চালিয়ে যাবেন। শাস্তি পাওয়া ক্রিকেটাররা অবশ্য নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপীল করতে পারবেন। আন্তর্জাতিক ও অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ হলেও ক্লাব পর্যায়ে খেলতে পারবেন তারা। তবে এ বছরের আইপিএলে খেলা হচ্ছে না স্মিথ-ওয়ার্নারের। আইপিএলে রাজস্থান রয়ালসের অধিনায়কত্ব থেকে আগেই সরে দাঁড়িয়েছিলেন স্মিথ। সানরাইজার্স হায়দরাবাদের নেতৃত্ব ছাড়ার কথা জানান ওয়ার্নারও। কিন্তু সিএ তাদের এক বছর নিষিদ্ধ করার পর আইপিএল চেয়ারম্যান রাজিব শুক্লা এই দু’জনকে এ বছরের আইপিএলে খেলতে না দেয়ার ঘোষণা দেন, ‘অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড স্মিথ ও ওয়ার্নারকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে। অসি বোর্ডের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আমরাও এবারের আইপিএলে এই দু’জনকে না রাখার সিদ্ধান্ত নিয়েছি।’
×