ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পিন্টু চন্দ্র সরকার

ভয়ঙ্কর হাতছানি!

প্রকাশিত: ০৫:৩৪, ২৯ মার্চ ২০১৮

ভয়ঙ্কর হাতছানি!

একটা সময় ছিল যখন বিনোদনের মাধ্যম ছিল বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশন। বলা যায়, রেডিও এবং টেলিভিশনই ছিল বিনোদনের সেরা মাধ্যম। এখন তা অতীত! বর্তমানে প্রযুক্তির কল্যাণে যেখানে সেখানেই পাওয়া যাচ্ছে বিনোদনের উপকরণ। এখন আর কাউকে রিমোট নিয়ে কাড়াকাড়ি করতে হয় না। কারণ, ইন্টারনেটের কল্যাণে আমরা সহজেই ইউটিউবের মাধ্যমে সব ধরনের অনুষ্ঠান উপভোগ করতে পারি। কোন কারণে খেলা বা কোন নাটক মিস হয়ে গেলে এখন আর আফসোস করতে হয় না। ইউটিউবে সহজেই পেয়ে যাচ্ছি সব। প্রযুক্তির যেমন ভালো দিক আছে, তেমনি রয়েছে খারাপ দিকও। এর কারণ, এখানে যেমন ভালো অনুষ্ঠান উপভোগ করতে পারছি, তেমনি রয়েছে কিছু খারাপ সাইটও। যে সাইটগুলো আমাদের নিয়ে যেতে পারে ক্ষতির দিকে। বিশেষ করে ইন্টারনেট শিশুদের জন্য বিপদজ্জনক হয়ে উঠতে পারে। অনেক সময় শিশুরা ইউটিউবে বিভিন্ন কার্টুন দেখে। কিন্তু সমস্যা হলো, সে যখন কার্টুন দেখছে পাশেই তখন বিভিন্ন আপত্তিকর ভিডিওর লিংক প্রদর্শিত হয়। এসব ভয়ংকর হাতছানি বিষয়ে সজাগ থাকা চাই। কৌতূহলবশত শিশু-কিশোররা ওই লিংকগুলোতে ঢুকে অভ্যস্ত হয়ে নিজেদের সর্বনাশ ডেকে আনতে পারে। তাই আমাদের প্রযুক্তির সঠিক ব্যবহার করা দরকার। অভিভাবকদের সতর্ক থাকা জরুরী। কান্দিরপাড়, কুমিল্লা থেকে
×