ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফতুল্লায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

প্রকাশিত: ০৩:০৫, ২৮ মার্চ ২০১৮

ফতুল্লায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় রিমা আক্তার (২২) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সন্ধ্যায় দক্ষিণ কোতালেরবাগ বৌ-বাজার এলাকায় একটি বাড়ি থেকে তালা বন্ধ ঘর থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী আল-আমিন পলাতক রয়েছে। তাদের সংসারে দেড় বছরের একটি সন্তান রয়েছে। ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহ্জালাল মুন্সী জানান, ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে স্বামী আল-আমিন পলাতক রয়েছে। ধারণা করা হচ্ছে, ওই গৃহবধূকে ৩-৪ দিন আগে হত্যা করা হয়েছে। লাশ পঁচে গলে গেছে। আল আমিন মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। পরিদর্শক শাহ্জালাল মুন্সী আরো জানান, ওই বাচ্চাটি স্বামী আল আমিনের কাছেই ছিল। আল আমিন তার স্ত্রীর বড়বোনকে ফোন করে জানিয়েছে, তার বোন মারা গেছে। বাচ্চাটি নিয়ে যেতে বলেছে।
×