ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আগামীকাল ঠাকুরগাঁও আসছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০২:২৮, ২৮ মার্চ ২০১৮

আগামীকাল ঠাকুরগাঁও আসছেন প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ দীর্ঘ সাড়ে ১৭ বছর পর আজ বৃহস্পতিবার (২৯ মার্চ) সকাল ১১ টায় হেলিকপ্টার যোগে ঠাকুরগাওয়ে যাচ্ছেন প্রধান মন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি হেলিকপ্টারে ঠাকুরগাঁও বিজিবি সেক্টরের অভ্যন্তরীণ মাঠে নামবেন। দুপুর ১২ টায় ঠাকুরগাও সার্কিট হাউজে জেলার উদ্ধোর্তন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করবেন। এরপর ঠাকুরগাঁও সরকারী বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠের সভাস্থল হতে ৬৮ টি উন্নয়ন প্রকল্পের উদ্ধোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তারপরেই জেলা আওয়ামীলীগের আয়োজনে বিকাল তিনটায় ওই মাঠেই জনসভায় যোগদিয়ে ভাষণ দেবেন বলে দলীয় সূত্রে এসব বিষয় জানা গেছে । প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঠাকুরগাঁওয়ে আগমন উপলক্ষে জনসভাস্থলের মঞ্চ বুধবার এসএসএফের হাতে হস্তান্তর করা হয়েছে। এসময় আওয়ামীলীগ নেতৃবৃন্দ জনসভাস্থল পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বিকেল ৩ টায় ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগ আয়োজিত এক বিশাল জনসভায় ভাষণ দেবেন। এ উপলক্ষ্যে জেলা ডিবি পুলিশের তত্বাবধানে গত ২৬ মার্চ শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড়মাঠে মঞ্চ প্রস্তুত কাজ শুরু করা হয়। কয়েকদিন যাবত এ কার্যক্রম চলে। বুধবার দুপুরে মঞ্চ প্রস্তুতকারী প্রতিষ্ঠান কাজ শেষে তা এসএসএফ’র কাছে হস্তান্তর করে। এসময় বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহম্মদ সাদেক কুরাইশি, কৃষকলীগের সভাপতি সরকার আলা উদ্দীন, সাধারণ সম্পাদক পবারুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে আওয়ামীলীগ ও তার বিভিন্ন অ্গং সংগঠন কাজ করে যাচ্ছে। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, জনসভায় ৫ লক্ষাধিক লোকের সমাগম ঘটবে। প্রধানমন্ত্রীর এই সফর সর্ম্পকে প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব -১ কাজী নিশাত রসুল স্বাক্ষরিত চিঠিতে ঠাকুরগাঁও সফরে প্রধানমন্ত্রীর যাবতীয় কার্যক্রমের উল্লেখ রয়েছে। জানা যায়, বৃহস্পতিবার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে জনসভায় ভাষণ দেয়ার আগে প্রধানমন্ত্রী ৩৫ টি উন্নয়ন কাজের ফলক উন্মোচন ও ৩৩ টি কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন । সেগুলোর মধ্যে রয়েছে– ঠাকুরগাঁও ষ্টেশন সড়কের (আর-৫৮৭) ঠাকুরগাঁও চৌরাস্তা হতে বালিয়াডাঙ্গী মোড় পর্যন্ত ৪.১৭ কি. সড়ক ৪ (চার) লেনে উন্নীতকরণ: ঠাকুরগাঁও সদর উপজেলাধীন উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন সম্প্রসারণ: বালিয়াডাঙ্গী উপজেলাধীন লাহিড়ী রাস্তায় ৯০৫ মি. চেইনেজে তীরনই নদীর উপর ৬৯.০৫ মি. দীর্ঘ আরসিসি ব্রীজ, ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন সম্প্রসারণ, ঠাকুরগাঁও জেলার পিটিআই ভবণ সম্প্রসারণ, বালিয়াডাঙ্গী উপজেলাধীন নহনা খাল গোয়ালকারী কামিজপাড়া বড়বাড়ী পশ্চিমে রাস্তায় ৫৪০ মি. চেইন ৪৮.০০ মি. দৈর্ঘ্য আরসিসি গার্ডার ব্রীজ: বালিয়াডাঙ্গী উপজেলাধীন সিংগাখাল চাড়োল ইউপি অফিস (লাহিড়ী জিসি), দোগাছিহাট ভায়া পাতিলাভাসা রাস্তায় ৭০০ মি. চেই: ২৭.০০ মি. দীর্ঘ পিসি গার্ডার ব্রীজ, রাণীশংকৈল উপজেলাধীন ভরনিয়া হাট-বনগাঁও ভায়া সদর বিনদালবাড়ী ঘাট রাস্তায় ১৩৫০মি. চেই: ৬০.০০ মি. দীর্ঘ আরসিসি গার্ডার ব্রীজ: সদর উপজেলাধীন পারপুগী আরএইচডি নেকমরদ জিসি রাস্তা চেই: ১০০০-৪২১০ মি. উন্নয়ন: রাণীশংকৈল উপজেলায় তীরনই নদীর উপর জলবায়ু ট্রাষ্ট ফান্ডের আওতায় কাশিপুর সমন্বিত পানি নিয়ন্ত্রণ কাঠামো নির্মাণ: ১.০৫ লক্ষ মে. টন ধারণ ক্ষমতা সম্পন্ন নতুন গুদাম নিমাণ প্রকল্প, শিবগঞ্জ ডিগ্রী কলেজ এর চারতলা একাডেমিক ভবন, আবুল হোসেন সরকার কলেজ এর চারতলা একাডেমিক ভবন, চান্দোরিয়া ডিগ্রী কলেজ চারতলা একাডেমিক ভবন, রাণীশংকৈল ডিগ্রী কলেজ এর চারতলা একাডেমিক ভবন, হরিপুর মহিলা কলেজ এর চারতলা একাডেমিক ভবন, ডিএন ডিগ্রী কলেজ, পীরগঞ্জ এর চারতলা একাডেমিক ভবন, আব্দুর রশিদ ডিগ্রী কলেজ এর চারতলা একাডেমিক ভবন, রুহিয়া ডিগ্রী কলেজ এর চারতলা একাডেমিক ভবন, বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও সদর, বিদ্যুত বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প (বিউবো), ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল ১০০ শর্য্যা হতে ২৫০ শয্যায় উন্নীতকরণ; রাণীশংকৈল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন, হরিপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন' ঠাকুরগাঁও জেলার নবগঠিত রুহিয়া থানা ভবন, ঠাকুরগাঁও সদর পুলিশ ফাড়ি, ঠাকুরগাঁও ট্রাফিক পুলিশ ফাড়ি ভবন, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলাস্থ দুওসুও গুচ্ছগ্রাম; ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গীস্থ হলদিবাড়ী গুচ্ছগ্রাম; রাণীশংকৈল উপজেলার রাউৎনগর (সম্প্রসারণ) গুচ্ছগ্রাম; রাণীশংকৈল উপজেলার রন্ধনদিঘী গুচ্ছগ্রাম; বিদ্যুৎ বিহীন গ্রামে সৌরবিুদ্যতের সাহায্যে আলোকিত গ্রাম, ঠাকুরগাঁও সদর উপজেলাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ, পীরগঞ্জ উপজেলাধীন উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন সম্প্রসারণ, বালিয়াডাঙ্গী উপজেলাধীন কালমেঘ জিসি নেকমরদ ভায়া বিশ্রামপুর রাস্তা চেইনেজ ০০-১১১০৫ মি. রাস্তা: ঠাকুরগাঁও সদর উপজেলাধীন ঠাকুরগাঁও ফারাবাড়ী রাস্তায় ৩৭৫ মি. চেইনেজে ৭২.০০ মি আর সিসি গার্ডার ব্রীজ; সদর উপজেলাধীন ভুল্লি জিসি-পাঁচপীর জিসি রাস্তায় ৭৬২৬ মি. চেই; ৪০.০০ মি. ব্রীজ; সদর উপজেলাধীন কলেজপাড়া রুহিয়া ইউজেডআর রাস্তায় ১৬০মি. চেইনেজে টাঙ্গন নদীর উপর ৯৫.০০ মিটার র্দীঘ আরসিসি গার্ডার ব্রীজ; সদর উপজেলাধীন কামারপাড়া-কালিগাঁও ভায়া এবারউদ্দিন চেয়ারম্যানের বাড়ীর রাস্তায় ২১৫০ মি. চেইনেজে পাথরাজ নদীর উপর ৬০.০০ মি. দীর্ঘ আর সিসি গার্ডার ব্রীজ; সদর উপজেলাধীন রাজাগাঁও ইউপি আখানগর রাস্তায় ২৫০০ মি চেইনজে টাঙ্গন নদীর উপর ৯৫.০০ মিটার দীর্ঘ আর সিসি গার্ডার ব্রীজ, ২০১৭-১৮ অর্থ বছরে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলাধীন সন্নাসীপাড়া এলাকায় সন্নাসীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় রক্ষার্থে স্যান্ড-সিমেন্ট গানি-ব্যাগ দ্বারা টাঙ্গন নদীর ডান তীরে ৮.৭০০ কি. মি. হতে ৮.৯০৫ কি. মি =২০৫.০০ মিটার সতর্কতা মূলক প্রতিরক্ষা কাজ, ২০১৭-১৮ অর্থ বছরে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার মালদোয়ার রাজবাড়ী, মন্দির, মসজিদ, মালদোয়ার বাজার ও বারোয়ারী শ্বশান, কালিমন্দির রক্ষার্থে স্যান্ড-সিমেন্ট গানি ব্যাগ দ্বারা টাঙ্গন নদীর বাম তীরে ৩৩.৮৮৩ কি. মি. হতে ৩৪.০২৩ কি. মি=১৪০.০০ মিটার সতর্কতামূলক প্রতিরক্ষা কাজ; ২০১৭-১৮ অর্থ বছরের ঠাকুরগাঁও জেলার সদর উপজেলাধীন বুড়িবাধ সেচ প্রকল্পের ব্যাবেজের ভাটিতে বাম উইং ওয়াল পু: নির্মাণ কাজ; পীরগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, পীরগঞ্জ, ঠাকুরগাঁও' ঠাকুরগাঁও জেলার সাব রেজিষ্ট্রি অফিস ভবন ও সাব রেজিষ্ট্রার অফিস ভুল্লি বাজার সাব রেজিষ্ট্রার অফিস ভবন; ঠাকুরগাঁও সদর উপজেলার পশ্চিম শুখানপুকুর গুচ্ছগ্রাম; ঠাকুরগাঁও সদর উপজেলার ধর্মপুর ১-২ গুচ্ছগ্রাম; বালিয়াডাঙ্গী উপজেলা সদরে দ্বি-তলা বিশিষ্ট আধুনিক ডাকবাংলা, হরিপুর উপজেলায় ২ তলা বিশিষ্ট আধুনিক ডাকবাংলা, ঠাকুরগাঁও রোড বানিয়াপাড়া হতে মাতৃগাঁও পর্যন্ত পাকা রাস্তার কাজকরণ; রুহিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় তলার ছাদ নির্মাণ; ঠাকুরগাঁও রোড হাজীপাড়া হতে ১১নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ পযন্ত রাস্তা পাকাকরণ; ইসলামনগর খালেকের বাড়ী ভায়া তুপুর বাড়ী বাড়ী হয়ে নজরুলের বাড়ী পর্যন্ত রাস্তা উন্নয়ন, ঠাকুরগাঁও পৌরসভা; আমজুয়ান হতে বকসা রাস্তা এইচবিবি করণ, ঠাকুরগাঁও সদর উপজেলাধীন হাজীপাড়া হতে ১১নং মোহাম্মদপুর ইউপি পর্যন্ত রাস্তা উন্নয়ন,ঠাকুরগাঁও সদর, ভুল্লী আর এন্ড এইচ ভুল্লী গার্লস হাইস্কুল রাস্তা নির্মাণ, ঠাকুরগাঁও সদর উপজেলা ভুল্লী কলেজের লাইব্রেরী নিমাণ; রুহিয়া বালিকা উচ্চ বিদ্যালয়; ঠাকুরগাঁও সদর; মোজাফরের বাড়ী হতে ১ নং ইউনিয়ন পরিষদ পাকা রাস্তা পর্যন্ত রাস্তা উন্নয়ন' রাণীশংকৈল উপজেলা ; অগ্রনী নারী উন্নয়ন সংস্থার ঘর নির্মাণ, ৩নং ধনতলা ইউনিয়নের বালিয়াডাঙ্গী শ্রী শ্রী শশ্বান কালী মাতা ও প্রতিমা বিসর্জন ঘাট নির্মাণ, ঠাকুরগাঁও পৌরসভা, ইকো পাঠশালা, শিবগঞ্জ অব কক্ষ নির্মাণ, প্রান্তিক কৃষকদের সেচ সুবিধা প্রদানের জন্য সোলা সেচ পাম্প স্থাপন। এদিকে ১৭ বছর ছয় মাস পর বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষ্যে বর্ণিল রঙে সেজে উঠছে জেলা শহর ও আশপাশের এলাকা। তাঁর আগমনের খবরে আশায় বুক বেঁধেছেন জেলাবাসী। নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়েছে তিন স্তরের নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। জেলা শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠ পুরো দমে প্রস্তুত। এছাড়া প্রধানমন্ত্রীর ঠাকুরগাঁও সফরের খবরে প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে বুক বেঁধেছেন জেলাবাসী। সরাসরি ঠাকুরগাঁও-ঢাকা আন্ত:নগর ট্রেন সার্ভিস, পড়ে থাকা বিমানবন্দর ও রেশম কারখানা চালু, পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, বাংলাদেশ টেলিভিশনের স্থানীয় সম্প্রসারণ কেন্দ্রকে পূর্ণাঙ্গ কেন্দ্র ঘোষণা, শহরে স্থানীয় বেতার কেন্দ্রের রের্কডিং হাউজ নির্মাণ এবং কৃষি ভিত্তিক ইপিজেড স্থাপনসহ বেকারত্ব দূরীকরণে উদ্যোগ গ্রহনের দাবি উঠেছে এলাকার মানুষের। এদিকে জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা আ’লীগ। স্থানীয়দের দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন জানিয়ে জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাদেক কুরাইশী বলেন এবারের জনসভায় ৫ লাখেরও বেশি মানুষের সমাগম ঘটানো হবে।
×