ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালে দুর্নীতি বিষয়ক চিত্রাংকন প্রতিযোগীতা

প্রকাশিত: ২২:৫১, ২৮ মার্চ ২০১৮

বরিশালে দুর্নীতি বিষয়ক চিত্রাংকন প্রতিযোগীতা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ “বন্ধ হলে দুর্নীতি উন্নয়নে আসবে গতি” শ্লোগানকে সামনে রেখে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচীর তৃতীয়দিনে দুর্নীতি বিষয়ক চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগী অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের সহযোগীতায় দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে আজ বুধবার সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলে নগরীর বিভিন্ন স্কুলের তৃতীয় শ্রেনী থেকে ১০ম শ্রেনীর তিনটি ক্যাটাগরি শিক্ষার্থীদের অংশগ্রহনে চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে টাউন হল মঞ্চে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারী মাধ্যমিক বিদ্যালয়, সরকারী জিলা স্কুল, সরকারী মডেল স্কুল এন্ড কলেজ ও সরকারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা দুর্নীতি প্রতিরোধের ওপর বিতর্ক প্রতিযোগীয় অংশগ্রহণ করেন। এরপূর্বে অভিভাবক ও অংশগ্রহনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন দুদক এর সহকারী পরিচালক মোঃ সিফাত উদ্দিন। একইদিন সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
×