ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইউনিলিভার ইন্ডিপেন্ডেন্স ডে গলফ

প্রকাশিত: ০৭:১০, ২৮ মার্চ ২০১৮

ইউনিলিভার ইন্ডিপেন্ডেন্স ডে গলফ

স্পোর্টস রিপোর্টার ॥ ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ভাটিয়ারী গলফ এ্যান্ড কান্ট্রি ক্লাবে ১৫তম ইউনিলিভার ইন্ডিপেন্ডেন্স ডে গল্ফ টুর্নামেন্ট শেষ হয়েছে। টুর্নামেন্টে মোট ১৭২ জন দেশী-বিদেশী গলফার অংশগ্রহণ করেন। এতে বিজয়ী হন কাজী আফতাবুর রহমান (নেট-৬৮), দ্বিতীয় রানারআপ হন মোহাম্মদ আবু তালেব লিটন (নেট-৭০) এবং প্রথম রানারআপ হন লেঃ কর্নেল গোলাম মুরতুজা (নেট-৬৯)। আসরে বেস্ট গ্রস হয়েছেন আরাফাতুল ইসলাম ফাহিম (গ্রস-৮০) ও দ্বিতীয় বেস্ট গ্রস মেজর (অবঃ) মোঃ আসাদুল হক মিয়া (গ্রস-৮২), নাইন হোল উইনার মেজর ফয়সাল পাশা (নেট-৩৩), নাইন হোল রানারআপ যাহিন আহম্মেদ (নেট-৩৪), সিনিয়র উইনার এম সহিদুল ইসলাম (নেট-৩৩), লেডিস উইনার মিসেস নাহিদ ইসলাম (নেট-৩৪), লেডিস রানারআপ মিসেস ওয়াহিদা জেসমিন (নেট-৩৪), জুনিয়র উইনার মাস্টার ইয়াসরিভ (নেট-৩২) ও জুনিয়র রানারআপ মাস্টার মোহাম্মদ মাফি (নেট-৩৪)। রাতে বিপুল সংখ্যক গলফার ও সম্মানিত ব্যক্তিবর্গের উপস্থিতিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আরম্ভ হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মেজর জেনারেল মোঃ জাহাঙ্গীর কবির তালুকদার। অনুষ্ঠানে স্পন্সরের পক্ষ হতে বক্তব্য রাখেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক কেদার লেলে। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ফরিদউদ্দিন। স্পন্সরের পক্ষ থেকে সার্বিক সহযোগিতায় ছিলেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সিকিউরিটি ম্যানেজার মেজর (অবঃ) আসাদুল হক মিয়া ও সুরজিত বড়ুয়া।
×