ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হকির দলবদলে ঘর গোছাল আবাহনী

প্রকাশিত: ০৭:০৯, ২৮ মার্চ ২০১৮

হকির দলবদলে ঘর গোছাল আবাহনী

স্পোর্টস রিপোর্টার ॥ আসন্ন প্রিমিয়ার হকি লীগের দলবদল সম্পন্ন হয়েছে মঙ্গলবার। দলবদলের প্রথমদিনে বিকেল পাঁচটা পর্যন্ত এ্যাজাক্স স্পোর্টিং ক্লাবের পক্ষে চারজন টোকেন নিয়েছেন। আবাহনী লিমিটেড বিদেশী ছাড়া ১৪ জনের তালিকা জমা দিয়েছে। এর মধ্যে ১১জনই এবার তাঁবু গেড়েছেন আকাশী নীল হলুদ শিবিরে। এবারের আবাহনীতে রয়েছেন মাসুদ পারভেজ, রুমান সানা, আশরাফুল ইসলাম, সারোয়ার হোসেন, কৃষ্ণ কুমার, আবু সায়েদ নিপ্পন, মুসা মিয়া, আফসার উদ্দিন, তাহের আলী, সোহানুর রহমান সবুজ, আরশাদ হোসেন, মেহেদী হাসান, মহসিন ও খোরশেদুর রহমান। ক্রীড়া সংগঠক আব্দুর রহমান আর নেই স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) কার্যনির্বাহী কমিটির প্রাক্তন সদস্য এবং বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের প্রতিষ্ঠাতা ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক আব্দুর রহমান (৭৫) মঙ্গলবার দুপুরে কিডনি ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় খুলনার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহে ... রাজিউন)। তিনি দীর্ঘদিন খুলনা জেলা ক্রীড়া সংস্থা এবং খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনেরও নির্বাহী সদস্য ছিলেন। বরেণ্য এই ক্রীড়া সংগঠক মৃত্যুকালে ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
×