ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার ভারত যাচ্ছে হ্যান্ডবল দল

প্রকাশিত: ০৭:০৯, ২৮ মার্চ ২০১৮

বৃহস্পতিবার ভারত যাচ্ছে হ্যান্ডবল দল

স্পোর্টস রিপোর্টার ॥ ভারত হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী ৩১ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ভারতের লক্ষেèৗতে সাউথ এশিয়ান ওমেন্স হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এ আসরে অংশ নেবে স্বাগতিক ভারত ও বাংলাদেশসহ আট দেশ। এ উপলক্ষে ২২ সদস্যের বাংলাদেশ জাতীয় মহিলা হ্যান্ডবল দল আগামী বৃহস্পতিবার ভোর ৬টায় বিমানযোগে ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। টুর্নামেন্ট উপলক্ষে মঙ্গলবার হ্যান্ডবল স্টেডিয়ামের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি একেএম নুরুল ফজল বুলবুল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর ও বাংলাদেশ দলের ম্যানেজার আয়েশা জামান খুকি। বাংলাদেশ দলের অন্যতম খেলোয়াড় শিল্পী আক্তার জনকণ্ঠের সঙ্গে একান্ত আলাপচারিতায় জানান, ‘এই টুর্নামেন্টে বাংলাদেশ মহিলা দল সর্বশেষ খেলেছিল ২০০৮ সালে। সেবার তারা রানার্সআপ হয়েছিল। এবার আমরা আগের চেয়ে ভাল খেলে চ্যাম্পিয়ন হতে চাই।’ শিল্পী আরও যোগ করেন, ‘আমাদের প্রধান প্রতিপক্ষ হচ্ছে ভারত। তারা খুবই শক্তিশালী। তাছাড়া আমরা প্রস্তুতি নেয়ার জন্য মাত্র সাতদিন সময় পেয়েছি। তারপরও যদি আমরা আমাদের সেরা খেলাটা খেলতে পারি তাহলে অবশ্যই ভারতকে হারানো সম্ভব। তবে আমাদের প্রাথমিক লক্ষ্য ফাইনাল খেলা।’ এবারের বাংলাদেশ দলে নতুন মুখ তিনজন। তারা হলেন : আল্পনা, খাদিজা এবং মিষ্টি। দু’জন আনসারের, একজন জামালপুর জেলা দল থেকে এসেছেন। এ পর্যন্ত ভারত, নেপাল ও সিঙ্গাপুরে খেলতে যাবার অভিজ্ঞতাসম্পন্ন শিল্পী সবশেষে বলেন, ‘আমাদের দলে দুই-তিনজনের হাল্কা চোট থাকলেও সার্বিকভাবে দলের সবার মনোবল খুবই চাঙ্গা আছে।’ স্বাধীনতা দিবস হ্যান্ডবল স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আজ বুধবার দিনব্যাপী ‘স্বাধীনতা দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা’ ঢাকার ধানম-ির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্কুল থেকে প্রায় ৪০ প্রতিযোগী অংশ নেবে। বিকেল ৪টায় ফাইনাল খেলা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করবেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর।
×