ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আবারও জিমিদের কোচ গোবিনাথ

প্রকাশিত: ০৭:০৯, ২৮ মার্চ ২০১৮

আবারও জিমিদের কোচ গোবিনাথ

স্পোর্টস রিপোর্টার ॥ চার বছর আগে স্বল্পমেয়াদে বাংলাদেশের কোচ হয়ে এসেছিলেন। মূলত ওয়ার্ল্ড হকি লীগের রাউন্ড টু’র জন্যই এসেছিলেন তিনি। এবার আবারও আসলেন। এবারও স্বল্পমেয়াদে। যুব এশিয়ান গেমস বাছাইপর্বকে সামনে রেখে আবারও কোচ করে আনা হয়েছে ৪০ বছর বয়সী মালয়েশিয়ান সাবেক হকি খেলোয়াড় ইমান গোবিনাথান কৃঞ্চমূতিকে। বৃহস্পতিবার বিওএতে তাকে নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ হকি ফেডারেশন। গোবিনাথকে নিয়োগ দেয়া মানেই মাহবুব হারুনকে অব্যাহতি। সম্প্রতি ওমানে অনুষ্ঠিত এশিয়ান গেমস হকির বাছাইপর্বে রানার্সআপ হওয়া বাংলাদেশ দলের কোচ ছিলেন হারুন। এপ্রিলের শেষ সপ্তাহে ব্যাংককে অনুষ্ঠিত হবে যুব অলিম্পিকের বাছাইপর্ব। সেখানে শক্তিশালী ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া অংশ নেবে। বাছাইপর্ব থেকে সেরা দুটি দল যুব অলিম্পিকের মূলপর্বে খেলবে। এই আসরকে সামনে রেখেই গোবিনাথকে নিয়োগ দিয়েছে বাহফে। শুরুতে যুব দল নিয়ে কাজ করবেন তিনি। তবে মালয়েশিয়ান এ কোচের মূল এ্যাসাইনমেন্ট হলো আগস্টে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান গেমস হকি। তখন পর্যন্তই তার সঙ্গে আপাতত চুক্তি। এরপরই দীর্ঘমেয়াদী চুক্তি নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক। একই সঙ্গে এশিয়ান গেমসের আগে বিদেশে গিয়ে জাতীয় দলকে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ করে দেয়ার আশ্বাস সাদেকের। গতকালই বাংলাদেশের নতুন কোচ বিকেএসপিতে চলে গিয়েছেন। সেখানে যুব দল নিয়ে কাজ শুরু করবেন। আগে থেকেই হকি ফেডারেশনকে আর্থিক সাহায্য দিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হকির নতুন কোচ গোবিনাথের পুরো টাকাটাই বহন করবে বিসিবি। ভবিষ্যত সহযোগিতার আশ্বাস দিয়েছেন বোর্ডের প্রতিনিধি হয়ে আসা বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
×