ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নেইমারকে ম্যানসিটিতে যাওয়ার পরামর্শ আর্জেন্টাইন অধিনায়কের

রাশিয়া বিশ্বকাপ জিততে চান মেসি

প্রকাশিত: ০৭:০৬, ২৮ মার্চ ২০১৮

রাশিয়া বিশ্বকাপ জিততে চান মেসি

স্পোর্টস রিপোর্টার ॥ সব জেতা হয়ে গেছে। শুধু বাকি স্বপ্নের বিশ্বকাপ ট্রফি। ২০১৪ বিশ্বকাপে তীরে এসেও ডোবাতে হয়েছে তরী। শুধু তাই নয়, ২০১৫ ও ২০১৬ সালে টানা দুই কোপা আসরের ফাইনালেও হারের তেতো স্বাদ পান। এবার ২০১৮ বিশ্বকাপে অনেক কষ্টে উঠে এসেছে আর্জেন্টিনা। তবে মূল আসরে আর হতাশা চান না মেসি। এবার ছুঁয়ে দেখতে চান সোনার ট্রফি। এক সাক্ষাতকারে এমনই জানিয়েছেন পাঁচবারের ফিফা বর্ষসেরা তারকা। সবমিলিয়ে জাতীয় দলের হয়ে চারটি ফাইনাল খেললেও শিরোপার দেখা পাননি মেসি। রাশিয়া বিশ্বকাপ জিতে সে অপূর্ণতা ঘোচাতে মরিয়া ক্ষুদে জাদুকর। মঙ্গলবার রাতে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে স্পেনের বিরুদ্ধে মাঠে নামার আগে ২০১৪ বিশ্বকাপের স্মৃতিচারণ করেন মেসি। বলেন, এটা কঠিন ছিল। কারণ আমরা ট্রফি তুলে ধরতে পারিনি। বিশ্বকাপ ট্রফির পাশ দিয়ে যাওয়াটা ছিল খুবই কষ্টের। বাজে এই অভিজ্ঞতা থেকে মুক্তি পেতে চাই আমরা। বিশ্বকাপ জিততে চাই। আগের প্রতিযোগিতাগুলোতে খুব কাছে গিয়ে শিরোপা তুলে ধরতে না পারাটা আমাদের সবার জন্যই ছিল হতাশার। মেসি বলেন, আমরা নিজেদের কাছে ঋণী। তবে আমরা ভক্তদের কাছে কিছুতে ঋণী নই। কারণ আমরা সবসময় আমাদের শতভাগ দিয়ে খেলি। আমরা তিনবার ফাইনালে উঠেছি। আমরা মনে করি, বিশ্বকাপ এবার না জিততে পারলে আর কখনই নয়। আমাদের চিন্তা করতে হবে যে, এটাই এই দলের খেলোয়াড়দের শেষ বিশ্বকাপ হতে পারে। তবে বিশ্বকাপ জয়ের রাস্তাটা সহজ হবে না বলে বিশ্বাস মেসির। রাশিয়া বিশ্বকাপে আরও চারটি দেশকে পরিষ্কার ফেবারিট হিসেবে দেখছেন তিনি। এ প্রসঙ্গে বলেন, এই মুহূর্তে আমরা বিশ্বকাপ জেতার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে নেই। এখানে স্পেন, জার্মানি, ব্রাজিল ও ফ্রান্সের মতো আরও ভাল দল আছে। এবারের রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনাকে প্রায় একাই বাছাইপর্বের বাধা পার করিয়েছেন অধিনায়ক মেসি। বিশ্বকাপের বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মেসির হ্যাটট্রিক না হলে রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টাইনদের দর্শক হয়েই থাকতে হতো। ১৯৭০ সালের পর এতটা চ্যালেঞ্জ নিয়ে তারা বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করেছে। মেসির চারটি ইউরোপিয়ান কাপ, আটটি লীগ টাইটেল, তিনটি ক্লাব ওয়ার্ল্ড কাপ, পাঁচটি ব্যালন ডি’অর একটি বিশ্বকাপের কাছে তুচ্ছ, নগণ্য। এবারের রাশিয়া বিশ্বকাপ মেসির জন্য তাই বাঁচা-মরার লড়াই। এটাই হয়তো মেসির শেষ সুযোগ বিশ্বকাপ জিতে সর্বকালের সেরাদের কাতারে জায়গা করে নেয়ার। মেসি বলেন, বিশ্বকাপে থাকতে না পারলে সেটা হতো পাগলামি। আমাদের দলটা চূড়ান্তপর্বে যাওয়ার যোগ্য। বিশ্বকাপ (২০১৪) এবং দুটি কোপা আমেরিকায় যা ঘটেছে সেটা ছিল অবিচার। আমরা এ বিশ্বকাপেও (২০১৮) অনেক কষ্টে উঠেছি, আশাকরি আবারও সুযোগ পাব। ক্ষুদে জাদুকর বলেন, কে না চায় বিশ্বকাপ জিততে। আমরা সেটাই চেষ্টা করব আরেকবার। এদিকে সাবেক বার্সিলোনা সতীর্থ নেইমারকে ইংলিশ প্রিমিয়ার লীগের দল ম্যানচেস্টার সিটিতে যাওয়ার পরামর্শ দিয়েছেন মেসি। দলবদলের বাজারে গুঞ্জন চলছে, নেইমার রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন। এই গুঞ্জনে নাকি উদ্বিগ্ন মেসি। তাই নেইমারকে ম্যানচেস্টার সিটিতে নাম লেখাতে বলেছেন আর্জেন্টাইন আইকন। কারণ সঙ্গে পেপ গার্ডিওলা ভালভাবেই মানিয়ে নিতে পারবেন ২৬ বছর বয়সী নেইমাকে।
×