ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পর্তুগালকে মাটিতে নামিয়ে জয় হল্যান্ডের

প্রকাশিত: ০৭:০৫, ২৮ মার্চ ২০১৮

পর্তুগালকে মাটিতে নামিয়ে জয় হল্যান্ডের

স্পোর্টস রিপোর্টার ॥ উড়তে থাকা ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালকে অবশেষে মাটিতে নামিয়েছে হল্যান্ড। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সোমবার রাতে বিশ্বকাপ থেকে বাদ পড়া ডাচদের কাছে ৩-০ গোলে হেরেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল। সুুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ম্যাচে টোটাল ফুটবলের জনকদের হয়ে গোল করেন মেমফিস ডিপে, রায়ান বাবেল ও ভার্জিল ভ্যান ডিক। হল্যান্ডের কোচ হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি প্রথম জয় রোনাল্ড কোম্যানের। অন্যদিকে টানা নয় ম্যাচে গোল করার পর এবার গোলবঞ্চিত থেকেছেন সি আর সেভেন। ক্লাব পর্যায় থেকে শুরু করে জাতীয় দল পর্যন্ত সবখানে দ্যুতি ছড়িয়ে চলেছেন রোনাল্ডো। আগের ম্যাচেও মিসরের বিপক্ষে অতিরিক্ত সময়ে দুই গোল করে অবাক করা এক জয় ছিনিয়ে আনেন রিয়াল মাদ্রিদ তারকা। ডাচদের বিপক্ষেও হয়তো পর্তুগীজ সমর্থকরা ভেবেছিলেন রোনাল্ডো আরও একটিবার হাসি ফোটাবেন তাদের মুখে। কিন্তু এ যাত্রায় পারেননি। মিসরের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচের একাদশ থেকে নয়জনকে পরিবর্তন করে একাদশ সাজান পর্তুগীজ কোচ ফার্নান্ডো সান্টোস। খেলা শুরু হওয়ার ১১ মিনিটে গোল করে পর্তুগালকে অবাক করে দেন মার্শেইতে খেলা মেমফিস ডিপে। ভার্জিল ভ্যান ডিকের ক্রসে ডি বক্সের ভেতর অসাধারণ এক গোল করেন ডাচ ফুটবলার। ম্যাচের ৩০ মিনিটে ডি বক্সের ভেতর বলে শট নিলেও সেটি মাটিতে লেগে পড়ে যান রোনাল্ডো। তার পেনাল্টির আবেদন নাকচ করে দেন রেফারি। ফলে আর ম্যাচে ফেরা হয়নি পর্তুগালের। উল্টো এর ঠিক দুই মিনিট পর রায়ান বাবেল গোল করে ডাচদের ২-০ গোলে এগিয়ে দেন। ২০০১ সালের পর এই প্রথম পর্তুগালের বিপক্ষে দুই গোল করতে সক্ষম হয়েছে হল্যান্ড। ৪৩ মিনিটে ডিপের অসাধারণ শট রুখে দেন পর্তুগীজ গোলকিপার লোপেজ। কিন্তু প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ভ্যান ডিকের শট আর রুখে দিতে পারেননি তিনি। ৩-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় পর্তুগাল। বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় ইউরো চ্যাম্পিয়নরা। বদলি হিসেবে রিকার্ডো কোয়ারেজমাকে মাঠে নামান কোচ সান্টোস। কিন্তু রোনাল্ড কোম্যানের কাছে তার সকল প্রচেষ্টাই ব্যর্থ হয়ে যায়। মড়ার ওপর খাঁড়ার ঘা হিসেবে জোটে ৬১ মিনিটে জাও ক্যান্সেলিনো দেখেন লালকার্ড। ১০ জনের দলে পরিণত হয় পর্তুগাল। খেলার ৬৯ মিনিটে রোনাল্ডোকেও তুলে নেন কোচ। ২০১৬ সালের ইউরো ফাইনালের পর এই প্রথম কোন ম্যাচে একটি শটও গোল মুখে নিতে পারেননি বর্তমান ফিফা সেরা তারকা। ম্যাচের বাকিটা সময় গোলের চেষ্টা করলেও সঠিক পরিকল্পনার অভাবে আর গোল করতে পারেনি পর্তুগাল। ফলে বড় হারের লজ্জা নিয়েই মাঠ ছাড়তে হয় পর্তুগালকে। এই ম্যাচে হল্যান্ডের জার্সি গায়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছে ডাচ সাবেক স্ট্রাইকার প্যাট্রিক ক্লুইভার্টের ছেলে জাস্টিন ক্লুইভার্টের। ম্যাচের শেষ ভাগে ডিপের স্থানে আয়াক্সের এই তরুণ মাঠে নামেন। ম্যাচ শেষে পর্তুগাল কোচ ফার্নান্ডো সান্টোস বলেন, তারা চারটি সুযোগ পেয়েছে, এর মধ্যে তিনটিই কাজে লাগিয়েছে। এই জয় তাদের প্রাপ্য ছিল। দুই বছর আগে ইউরো শুরু হওয়ার আগ দিয়ে আমরা বুলগেরিয়ার বিপক্ষে ঘরের মাঠে হেরেছিলাম। আমার মনে হয় না আমরা আত্মবিশ্বাস হারিয়েছি। এখনও আমার এই খেলোয়াড়দের ওপর পূর্ণ আস্থা আছে। অন্যদিকে ডাচ কোচ কোম্যান বলেন, বেশ কয়েক বছর জাতীয় দল যে ফর্মেশনে খেলেছে তার থেকে বেরিয়ে এসে আমরা ভিন্ন একটি ফরমেটের সঙ্গে নিজেদের মানিয়ে নেয়ার চেষ্টা করছি। আগের ম্যাচের তুলনায় এই ম্যাচের পার্থক্য হলো আমরা আরও বেশি স্বাভাবিক খেলা খেলতে পেরেছি ও দ্রুত গোল পেয়েছি। এতে দলের আত্মবিশ্বাস বেড়েছে। নতুন কৌশলে দল স্বাচ্ছন্দ্য বোধ করছে। ফলাফলও নিজেদের অনুকূলে এসেছে।
×