ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইবিতে বসন্ত উৎসব

প্রকাশিত: ০৬:৫৩, ২৮ মার্চ ২০১৮

ইবিতে বসন্ত উৎসব

ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের আয়োজনে বসন্ত উৎসব উদ্যাপন হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে অনুষদ ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাংলা মঞ্চে গিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়। বিভাগের সভাপতি অধ্যাপক গৌতম কুমার দাসের সভাপতিত্বে এবং সহযোগী অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল ও সহকারী অধ্যাপক তিয়াশা চাকমার সঞ্চালনায় বাসন্তি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারি। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহা। আইসিটি ভবনের ভিত্তি প্রস্তর স্টাফ রিপোর্টার,মুন্সীগঞ্জ ॥ লৌহজং সরকারী কলেজের আইসিটি ভবনের ভিত্তিপ্রস্তর, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় কলেজ প্রঙ্গণে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। লৌহজং সরকারী কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লৌহজং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ ওসমান গনি তালুকদার, সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার প্রমুখ। ৪তলা বিশিষ্ট আইসিটি ভবন নির্মাণে ২ কোটি ২৮ লক্ষ টাকা ব্যয় হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
×