ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফতুল্লায় ছুরিকাঘাতে অটোরিক্সা চালক নিহত

প্রকাশিত: ০৬:৫২, ২৮ মার্চ ২০১৮

ফতুল্লায় ছুরিকাঘাতে অটোরিক্সা চালক নিহত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সদর উপজেলার ফতুল্লার কাশিপুর এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাব্বি মিয়া (১৮) নামে এক অটোরিক্সা চালক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে ১২টায়। নিহত রাব্বি মিয়া কাশিপুর এলাকার নাসির হোসেনের ছেলে। নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-ক) মোঃ শরফুদ্দীন জানান, রাতে অটোরিক্সা চালক রাব্বি মিয়া হেঁটে বাড়ি ফিরছিলেন। যুবকরা তার গতিরোধ করে ধারালো ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। এ সময় আশপাশের লোকজন রাব্বি মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, রাব্বি মিয়া কয়েক দিন আগে ওই যুবকদের পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছিল। এছাড়াও রাব্বি মিয়ার সঙ্গে তাদের দ্বন্দ্ব চলছিল। বাগেরহাটে কলেজছাত্র স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, শরণখোলায় ধানক্ষেত থেকে আরিফ হাওলাদার (২০) নামে কলেজছাত্রের লাশ পুলিশ উদ্ধার করেছে। মঙ্গলবার সকালে শরণখোলা উপজেলার গুলবুনিয়া ব্রিজসংলগ্ন কওমি মাদ্রাসার পেছনের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার মাথায় ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। আরিফ একই এলাকার আলআমিন হাওলাদারের ছেলে। তিনি শরণখোলা ডিগ্রী কলেজের ডিগ্রী দ্বিতীয় বর্ষের ছাত্র। শরণখোলা থানার ওসি কবিরুল ইসলাম জানান, সোমবার রাত থেকে আরিফ নিখোঁজ ছিলেন। সকালে ধানক্ষেতে মরদেহটি দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠায়। ঈশ্বরদীতে যুবক স্টাফ রিপোর্টার ঈশ্বরদী থেকে জানান, মঙ্গলবার সকালে ঈশ্বরদীর গোকুলনগর-মাজদিয়া রাস্তার চৌধুরীপাড়ার নিকট থেকে সফিকুল ইসলাম (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সে দিয়ার বাঘইলের আসাদুল প্রামাণিকের ছেলে। কে বা কারা তাকে হত্যা করে গত রাতে ওই স্থানে ফেলে রাখে। ঈশ্বরদী থানার এসআই মোহাম্মদ আলী হত্যার কারণ জানাতে পারেনি।
×