ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মেহেরপুরে ৩৫ শিক্ষার্থী গণহিস্টোরিয়ায় আক্রান্ত

প্রকাশিত: ০৬:৫২, ২৮ মার্চ ২০১৮

মেহেরপুরে ৩৫ শিক্ষার্থী গণহিস্টোরিয়ায় আক্রান্ত

সংবাদদাতা, মেহেরপুর, ২৭ মার্চ ॥ গণহিস্টোরিয়া রোগে অসুস্থ হয়ে সদর উপজেলার হাতিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ৩৫ ছাত্রী হাসপাতালে ভর্তি করা রয়েছে। মঙ্গলবার বেলা ১০টায় বিদ্যালয়ের জাতীয় সঙ্গীত চলার সময় সাদিয়া নাজনীন নামের এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এরপর একে একে ঐ বিদ্যালয়ের ৩৫ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। শিক্ষকরা তাদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের ভর্তি অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। খবর পেয়ে সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন, জেলা প্রশাসক পরিমল সিংহ, জেলা পরিষদের প্রশাসক আলহাজ গোলাম রসুল, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণসহ দলমত নির্বিশেষে রাজনৈতিক নেতাকর্মীরা মেহেরপুর জেনারেল হাসপাতালে গিয়ে রোগীদের খোঁজখবর নেন। হাতিভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধানশিক্ষক শফিকুল ইসলাম বলেন, অসুস্থ হবার সঙ্গে সঙ্গে ছাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়। বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। মেহেরপুর জেনারেল হাসপাতালের আর.এমও ডঃ এহসানুল কবীর জানান, এ রোগটি বাংলায় গণহিস্টোরিয়া নামে পরিচিত। এ রোগে সাধারণত মেয়েরা আক্রান্ত হয়। একজনের দেখাদেখি অনেকেই এ রোগে আক্রান্ত হতে পারে। তবে আতঙ্কিত হবার কিছু নেই। তাদের মধ্য থেকে ভীতি দূর করতে পারলে রোগী দ্রুত সুস্থ হয়ে উঠবে।
×