ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদ্যাপন

প্রকাশিত: ০৬:৫১, ২৮ মার্চ ২০১৮

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদ্যাপন

নগরীর জিইসি মোড়ের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার মোঃ আবু তাহেরের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর ইংরেজী বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানী হানাদার বাহিনী অপারেশন সার্চলাইট পরিচালনার মাধ্যমে এদেশে গণহত্যার সূচনা করে। তারা ঢাকার পিলখানার ইপিআর সদর দফতর, রাজারবাগ পুলিশলাইনসহ দেশের বিভিন্ন স্থানে ট্যাঙ্ক, মেশিনগান ও ভারি অস্ত্র-শস্ত্রসহযোগে ভয়াবহ আক্রমণ চালিয়ে নিরীহ বাঙালীদের হত্যা করতে থাকে। সেই রাতে ঢাকায় অগণিত নিরীহ বাঙালী এবং চট্টগ্রাম সেনানিবাসে প্রায় এক হাজার বাঙালী সৈনিককে হত্যা করা হয়। বক্তাদের মধ্যে ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার মোঃ আবু তাহের, বিভাগীয় চেয়ারম্যান সাদাত জামান খান ও সহকারী অধ্যাপক আবদুর রহিম প্রমুখ। বিজ্ঞপ্তি।
×