ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চবিতে স্বাধীনতা বইমেলা শুরু

প্রকাশিত: ০৬:৪৯, ২৮ মার্চ ২০১৮

চবিতে স্বাধীনতা বইমেলা শুরু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার শুরু হয়েছে ৩ দিনব্যাপী স্বাধীনতা বইমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধামন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। মেলা উদ্বোধন করেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপ উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার। প্রধান অতিথির বক্তব্যে তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে এবং বুদ্ধিবৃত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় বইমেলার গুরুত্ব অপরিসীম। স্বাধীনতার এ মাসে আমাদের প্রজন্মের সন্তানদের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের সঠিক ইতিহাস জানাতে এবং মহান মুক্তিযুদ্ধের নির্ভীক চেতনায় উজ্জীবিত করতে এ ধরনের বইমেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা পালন করে। মুক্তিযোদ্ধাদের পানির বিল মওকুফ নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ২৭ মার্চ ॥ বাংলাদেশ স্বল্প আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নতি হওয়ায় মুক্তিযোদ্ধাদের আমতলী পৌর মেয়রের উদ্যোগে সংবর্ধনা দেয়া হয়েছে। পৌর মেয়র মতিয়ার রহমান পৌর শহরে বসবাসরত সকল মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স, পানির বিল মওকুফ করার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার দুপুরে নতুন পৌর ভবনের সামনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সরোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মাকসুদা আকতার জোসনা ও ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সহিদ উল্লাহ।
×