ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

২৫ মার্চ রাজারবাগে হামলা

বেতারযন্ত্রে প্রচারক কনস্টেবল মতিনকে সংবর্ধনা

প্রকাশিত: ০৬:৪৮, ২৮ মার্চ ২০১৮

বেতারযন্ত্রে প্রচারক কনস্টেবল মতিনকে সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২৭ মার্চ ॥ রাজারবাগ পুলিশ লাইন আক্রান্তের খবর বেতারযন্ত্রের মাধ্যমে দেশের সকল পুলিশ ইউনিটকে পৌঁছে দেয়ায় বীর মুক্তিযোদ্ধা কনস্টেবল আব্দুল মতিনকে সংবর্ধনা দিল হবিগঞ্জ পুলিশ প্রশাসন। সোমবার রাতে জেলা পুলিশ লাইনে এক অনুষ্ঠানে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে উপস্থিত ছিলেন, এসপি বিধান ত্রিপুরা পিপিএম ও এডিশনাল এসপি আসম সামছুর রহমান ভূইয়া। এছাড়াও অতিথি ছিলেন, এএসপি এস এম রাজু আহমেদ, এএসপি নাজিম উদ্দিন, ডিআইও (১)- মাহবুবুল আলমসহ আমন্ত্রিত অতিথিবর্গ। ৭১’সালের ২৫ মার্চ কালরাতে পাকবাহিনী রাজারবাগ পুলিশ লাইন আক্রমণ করলে প্রতিরোধে এগিয়ে গেলে শহীদ হন অনেক পুলিশ সদস্য। এ সময় হবিগঞ্জের চুনারুঘাটের পল্লী চাটপাড়ার বাসিন্দা মৃত মাহতাব উদ্দিন তরফদারের পুত্র কনস্টেবল আব্দুল মতিন এমন আক্রমণ ও প্রতিরোধের খবর বেতারযন্ত্রের মাধ্যমে দেশের সকল পুলিশ ইউনিটকে অবহিত করেন। ফলে সব ইউনিট সতর্ক হয় এবং মুক্তিযুদ্ধের বিজয়ও হয় ত্বরান্বিত। এ সময় পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি সংবর্ধিত ব্যক্তিত্ব কনস্টেবল মতিন ’৭১ সালের উপরোক্ত ঘটনাসহ নানা স্মৃতিচারণ করেন এবং তাকে এ সম্মান প্রদান করায় হবিগঞ্জ পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
×