ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পার্বতীপুরে ড্রেন নির্মাণে ব্যাপক অনিয়ম

প্রকাশিত: ০৬:৪৪, ২৮ মার্চ ২০১৮

পার্বতীপুরে ড্রেন নির্মাণে ব্যাপক অনিয়ম

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ২৭ মার্চ ॥ টেন্ডারের নিয়ম উপেক্ষা করে মেয়র ও কাউন্সিলরের ভাই ও স্বজনরা ব্যাপক অনিয়মের মধ্যে পার্বতীপুর পৌরসভার রাস্তা-ড্রেনের কাজ করছেন বলে অভিযোগ করা হয়েছে। সূত্র মতে, এলজিআরডি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প খাত থেকে ২ কোটি ১১ লাখ টাকা বরাদ্দে বিসি রোড, আরসিসি রোড, আরসিসি ড্রেন ও রিটেইনিং ওয়াল উন্নয়নের কাজ চলমান। অভিযোগ পেয়ে মঙ্গলবার সকালে সিঙ্গার মোড়ে ড্রেনের কাজের ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষ করা হয় সিডিউলে ব্রেকিং স্টোনের উল্লেখ থাকলেও ড্রেন ঢালাই কাজ করা হচ্ছে নুড়ি পাথর দিয়ে। কাজের সাইডে তদারকির কাজে নিয়োজিত সহকারী প্রকৌশলী মিনারুল ইসলামকে জিজ্ঞেস করলে জানান, কাজটি করছেন খোদ মেয়রের ভাই। পাথর পরিবর্তন করে কাজ করতে বলা হয়েছে, তবে তিনি পরিবর্তন করবেন কিনা বলা মুশকিল। সঠিকভাবে খোঁজ নিয়ে জানা গেছে, উন্নয়নমূলক নির্মাণ কাজগুলো ৪ ভাগে ভাগ করে প্রথমটি মেয়রের আপন ভাই এ জেড এম ওয়াজেদুল হক, দ্বিতীয়টি বিল্ডার্স কনস্ট্রাকশন নামে ফুপাত ভাই ফয়জার রহমান, তৃতীয়টি ফেয়ার কনস্ট্রাকশন ও চতুর্থটি করছেন জাহাঙ্গীর কাউন্সিলরের আপন ভাই বাদল সরকার। তবে টেন্ডার বিধিতে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে উন্নয়নমূলক কাজের টেন্ডারে মেয়র ও কাউন্সিলরের ভাই অথবা নিকট স্বজন কেউ অংশ গ্রহণ করতে পারবে না । আগের ধারাবাহিকতায় এখনও বেপরোয়াভাবে এ ধরনের অনিয়মে ক্ষুব্ধ সচেতন পৌরবাসীরা অভিযোগ করে বলেছেন, দীর্ঘদিন পরে অর্থ বরাদ্দ হলেও মেয়রের লোকজন করলে রাস্তা ড্রেনের কাজ সঠিকভাবে হবে কিভাবে? মেয়র এ জেড এম মেনহাজুল হককে (০১৭১২০৫৪২২৬) মোবাইলে একাধিকবার রিং করলেও তিনি ফোন ধরেননি। তবে সহকারী প্রকৌশলী মিনারুল ইসলাম জানান, টেন্ডারে মেয়র, কাউন্সিলরের ঘনিষ্ঠজনদের অংশগ্রহণে বিধি-নিষেধ থাকলেও পূর্ব থেকে এ নিয়মে চলে আসছে। মেয়র কি জানেন না? তারপরও যদি নিয়ম না মানেন। তবে আমরা তার অধিনস্থ কর্মচারী হয়ে কি করতে পারি।
×