ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ডিজিটাল এপিআই হাব তৈরি করবে অরেঞ্জ ও এপিগেট

প্রকাশিত: ০৬:৩৯, ২৮ মার্চ ২০১৮

ডিজিটাল এপিআই হাব তৈরি করবে অরেঞ্জ ও এপিগেট

বৈশ্বিক ডিজিটাল রূপান্তর প্রক্রিয়াকে আরও বেগবান করতে এপিআই (এ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস) সেবাকে আরও প্রসারিত করার লক্ষ্যে নতুন পার্টনারশিপ ঘোষণা করেছে বিশ্বের অন্যতম টেলিযোগাযোগ অপারেটর অরেঞ্জ এবং আজিয়াটা ডিজিটালের অঙ্গপ্রতিষ্ঠান এপিগেট। বাংলাদেশের শীর্ষ ডিজিটাল সেবাদানকারী কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের মূল কোম্পানি হচ্ছে আজিয়াটা। এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা জুড়ে নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী করতে কাজ করবে এপিগেট ও অঞ্জে’র বিজাও। ডিজিটাল বিপ্লব ও উদ্ভাবনের ক্ষেত্রে আমূল পরিবর্তন আনবে এপিআই। এর মাধ্যমে মোবাইল পেমেন্ট, যোগাযোগ ও পরিচয় শনাক্তকরণে নতুন ধরনের সেবা চালু হবে। এ চুক্তির আওতায় এপিগেট ও বিজাও একটি একক প্লাটফর্মের মাধ্যমে তাদের প্রযুক্তিগত, বাণিজ্যিক ও আর্থিক বিষয়গুলো পরিচালনা করবে। এর ফলে সেবার মান বৃদ্ধির পাশাপাশি আরও দ্রুত সেবা প্রদান করতে পারবে কোম্পানি দুটি। -বিজ্ঞপ্তি
×