ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্ষতিগ্রস্তদের ১০৪ কোটি টাকা দিল আইসিবি

প্রকাশিত: ০৬:৩৪, ২৮ মার্চ ২০১৮

ক্ষতিগ্রস্তদের ১০৪ কোটি টাকা দিল আইসিবি

পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সহায়তায় ১০৪ কোটি ১৩ লাখ ৬৭ হাজার টাকা ঋণ সহায়তা দিয়েছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। এর মধ্যে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ৮৯ কোটি ১০ লাখ ৭৫ হাজার টাকা এবং ফিনিক্স সিকিউরিটিজ লিমিটেডকে ১৫ কোটি ২ লাখ ৯২ হাজার টাকা দেয়া হয়েছে। সরকারী নির্দেশনা অনুযায়ী, প্রাপ্ত অর্থ ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের স্বল্প সুদে ঋণ সহায়তা দেবে ব্রোকারেজ হাউস দুটি। মঙ্গলবার বিডিবিএল ভবনে আইসিবি কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির অনুকূলে ঋণ সহায়তার অর্থের চেক তুলে দেয়া হয়। চেক তুলে দেন বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ সাইফুর রহমান ও আইসিবির ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক। -অর্থনৈতিক রিপোর্টার
×