ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে প্রথম হিজড়া টিভি সংবাদ পাঠিকা

প্রকাশিত: ০৫:৫৬, ২৮ মার্চ ২০১৮

পাকিস্তানে প্রথম হিজড়া টিভি সংবাদ পাঠিকা

পাকিস্তানে প্রথমবারের মতো একটি টেলিভিশন চ্যানেলে খবর পাঠ করেছেন একজন হিজড়া। সাংবাদিকতায় স্নাতক মারভিয়া মালিক বলেন, যখন তাকে এ চাকরির প্রস্তাব দেয়া হয়েছিল তিনি খুশিতে চিৎকার করে কেঁদে ফেলেছিলেন। তিনি বলেন, ‘আমি নিজের জন্য এ স্বপ্ন দেখেছিলাম। আমি আমার স্বপ্ন পূরণের পথে প্রথম সিঁড়িতে চড়তে পেরেছি।’ মারভিয়া একজন ফ্যাশন মডেল হিসেবেও কাজ করেছেন। তিন মাস প্রশিক্ষণ শেষে পাকিস্তানের ব্যক্তিমালিকানাধীন নিউজ চ্যানেল কোহিনূরে শুক্রবার প্রথম সংবাদ পাঠ করেন মারভিয়া। পাকিস্তানে হিজড়াদের নানা ধরনের বৈষম্যের শিকার হতে হয়। চাকরি যোগাড় করতেও তাদের অনেক লড়াই করতে হয়। তার এ কাজ পাকিস্তানের হিজড়া সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে সহায়ক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। মারভিয়া বলেন, ‘আমাদের সম্প্রদায়কেও সমান নজরে দেখা উচিত এবং সেখানে কোন ধরনের লিঙ্গ বৈষম্য থাকলে চলবে না। আমাদের সমান অধিকার দেয়া উচিত এবং একজন হিজড়া হিসেবে নয় বরং একজন সাধারণ নাগরিক হিসেবে বিবেচনা করা উচিত।’ কোহিনূরের মালিক জুনাইদ আনসারি ভিওএ নিউজকে বলেন, তারা মারভিয়াকে যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত করেছেন। এখানে লিঙ্গ কোন বিষয় ছিল না। গত মাসে পাকিস্তান সিনেট হিজড়াদের পক্ষে একটি বিল অনুমোদন করেছে। ওই বিলে হিজড়া সম্প্রদায়ের অধিকার সুরক্ষার পাশপাশি তাদের নিজেদের লিঙ্গ পরিচয় প্রকাশের অনুমতি দেয়া হয়েছে। ২০১৬ সালের জুনে নিজেদের অধিকার আদায়ের আন্দোলনে জড়িত ২৩ বছরের এক হিজড়া চিকিৎসা শুরু পেতে দেরি হওয়ার কারণে মারা গিয়েছিলেন। তার বন্ধুরা তখন বলেছিল, গুলিবিদ্ধ আলিশাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হয়। কিন্তু তাকে পুরুষ নাকি নারী ওয়ার্ডে ভর্তি করা হবে তা নিয়ে হাসপাতালকর্মীরা সিদ্ধান্ত নিতে দেরি করায় তার মৃত্যু হয়। -বিবিসি
×