ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুপ্রীমকোর্ট বার

নির্বাচনে ভরাডুবির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে ॥ কাদের

প্রকাশিত: ০৫:৫৩, ২৮ মার্চ ২০১৮

নির্বাচনে ভরাডুবির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে ॥ কাদের

বিশেষ প্রতিনিধি ॥ অভ্যন্তরীণ কোন্দলের কারণে সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সদ্য সমাপ্ত নির্বাচনে ভরাডুবি হয়েছে বলে আওয়ামী লীগ মনে করে। যাদের কারণে এই পরাজয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দলটি। এ জন্য আগামী শনিবার সন্ধ্যা ৭টায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক আহ্বান করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বৈঠকে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। এ প্রসঙ্গে মঙ্গলবার রাজধানীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের এক আলোচনা সভায় ওবায়দুল কাদের বলেন, সরকারপন্থী যেসব আইনজীবী সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ পন্থী প্যানেলের বিরুদ্ধে কাজ করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তবে কোন ধরনের ব্যবস্থা আসছে, সেটা তিনি না জানিয়ে বলেন, শনিবার দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। সদ্য সমাপ্ত সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও হেরেছে আওয়ামী লীগপন্থী প্যানেল। এবার সমিতির ১৪টি পদের মধ্যে ক্ষমতাসীন দলের সমর্থকরা জিতেছেন চারটি পদে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বাকি ১০টিতে জিতেছেন বিএনপিপন্থীরা। আগের বছর আওয়ামী লীগ পন্থীরা জিতেছিলেন ছয়টি পদে, আর বিএনপিপন্থীরা জিতেছিলেন আটটি পদে। এই নির্বাচনের পর পরাজয়ের দায় নিয়ে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিবের পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দেন আওয়ামী লীগের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তবে ওই পদত্যাগপত্র গৃহীত হয়নি। এর আগেও সুপ্রীমকোর্ট বারে আওয়ামী লীগপন্থী প্যানেলের হারের পেছনে কোন্দলকে দায়ী করা হয়েছিল। গত কয়েক বছর ধরেই ভোটের আগে এই কোন্দল নিয়েই বেশি কাজ করতে হয়েছে প্রার্থীদের। ওবায়দুল কাদের বলেন, ‘যারা দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কাউকে কোন প্রকার ছাড় দেয়া হবে না।’ ওবায়দুল কাদের বলেন, সুপ্রীমকোর্টের নির্বাচন ছাড়া কক্সবাজার, রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলার বার এ্যাসোসিয়েশনের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। কিন্তু এখানে আমরা হেরে গেছি। কোন্দল না থাকলে বিভিন্ন জেলা আইনজীবী সমিতির মতো দেশের সর্বোচ্চ আদালতেও আওয়ামী লীগ সমর্থকরাই জিতত বলে মনে করেন ওবায়দুল কাদের।
×