ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সমাবেশের অনুমতি পুলিশ কমিশনারের বিষয়

প্রকাশিত: ১৯:৩৮, ২৭ মার্চ ২০১৮

সমাবেশের অনুমতি পুলিশ কমিশনারের বিষয়

অনলাইন রিপোর্টার ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, জনসভার অনুমতি দেওয়ার বিষয়টি পুলিশ কমিশনারের ওপর নির্ভরশীল। বিএনপি যখন সময় চেয়েছে আমরা এর আগে সময় দিয়েছি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পেতে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন বিএনপির প্রতিনিধি দল। এ পরিপ্রেক্ষিতে এ কথা বলেন তিনি। এর আগে মঙ্গলবার বেলা ১১টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান প্রতিনিধি দলের সদস্যরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক পানি সম্পদমন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, ডিএমপির কাছে বারবার অনুমতি না পেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এসেছেন। গত ১২ ফেব্রুয়ারি সমাবেশের অনুমতি না পেয়ে ২২ ফেব্রুয়ারি আবারও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করে বিএনপি। ওই সময় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এরপর তৃতীয় দফায় ১৯ মার্চ সমাবেশের অনুমতি চায় দলটি। ওইদিন সন্ধ্যায় নিরাপত্তার কারণে দেখিয়ে আবেদন বাতিল করা হয়।
×