ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আন্তর্জাতিক প্রীতি ফুটবল, বিশ্বকাপে বাজে হারের প্রতিশোধ নেয়ার সুযোগ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের, মেসির বিরুদ্ধে খেলতে মুখিয়ে রামোস, ইনিয়েস্তা, ইস্কোরা, আজ রাতে মুখোমুখি ইংল্যান্ড-ইতালি

জার্মানি-ব্রাজিল ও স্পেন-আর্জেন্টিনা মহারণ

প্রকাশিত: ০৬:১৪, ২৭ মার্চ ২০১৮

জার্মানি-ব্রাজিল ও স্পেন-আর্জেন্টিনা মহারণ

জাহিদুল আলম জয় ॥ চার বছর আগের দুঃস্মৃতি এখনও ভুলতে পারেনি ব্রাজিল। ঘরের মাঠে বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে বিধ্বস্ত হয়েছিল রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর ইউরোপের পাওয়ার হাউসদের বিরুদ্ধে আর খেলেনি সেলেসাওরা। অবশেষে আবারও জার্মানদের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। আজ রাতে বার্লিনে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে লড়বে জোয়াকিম লোর জার্মানি ও টিটের ব্রাজিল। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালের ওই ম্যাচের মতো এবারের ম্যাচেও নেই সাম্বা ছন্দের সেরা তারকা নেইমার। ইনজুরির কারণে তাকে ছাড়াই খেলতে হবে মার্সেলো, কুটিনহো, পাউলিনহোদের। এবার সেই দুঃসহ হারের বদলা ব্রাজিল নিতে পারে কিনা সেটাই দেখার। আজ রাতে আরও দু’টি হাইভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে। এতে মুখোমুখি হবে স্পেন-আর্জেন্টিনা ও ইংল্যান্ড ইতালি। এর আগে ইতালির বিরুদ্ধে জেতা ম্যাচে খেলতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তবে স্পেনের বিরুদ্ধে তার খেলার সম্ভাবনা বেশি। স্পেন দলের বেশিরভাগ ফুটবলার খুব ভালভাবে চেনেন মেসিকে। যে কারণে তার বিরুদ্ধে খেলতে মুখিয়ে স্প্যানিশ ফুটবলাররা। আর্জেন্টিনার কাছে হেরে যাওয়া ইতালি এবার আরেক চ্যালেঞ্জে ইংল্যান্ডের বিরুদ্ধে লড়বে। ইংলিশরা শেষ ম্যাচে হারিয়েছে হল্যান্ডকে। ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচে জার্মানির হয়ে খেলবেন না দুই তারকা টমাস মুলার ও মেসুত ওজিল। দু’জনই স্পেনের বিপক্ষে শুক্রবার ডাসেলড্রফে অনুষ্ঠিত ম্যাচে খেলেছিলেন। জোয়াকিম লো’য়ের দলের হয়ে ১-১ গোলের ড্র হওয়া ম্যাচটিতে দারুণ এক গোল করে সমতা ফিরিয়েছিলেন মুলার। আর্সেনাল প্লেমেকার ওজিল ম্যাচ শেষ করলেও বেয়ার্ন মিউনিখের ফরোয়ার্ড মুলার নয় মিনিট আগে লিও গোরেটজার সঙ্গে বদলি বেঞ্চ পরিবর্তন করেন। অলিম্পিক স্টেডিয়ামে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে দলের দুই তারকার অনুপস্থিতির বিষয়টি অফিসিয়াল টুইটারে নিশ্চিত করেছে জার্মানি। যদিও সামান্য ফিটনেস সমস্যার কারণে নাকি অভিজ্ঞ এই দুই তারকাকে শুধমাত্র বিশ্রাম দেয়া হয়েছেÑএই বিষয়টি নিশ্চিতভাবে জানা যায়নি। স্পেনের বিপক্ষে অবশ্য দু’জনের পারফরমেন্সই লো’কে সন্তুষ্ট করেছে। ম্যাচ শেষো লো বলেছিলেন, আমি মনে করি এটা দুই দলের জন্য দারুণ একটি পরীক্ষা ছিল। আমরা অনেক কিছু শিখেছি। এ কারণেই আমরা স্পেন ও ব্রাজিলের মতো দলের বিপক্ষে খেলতে চেয়েছি। সেরা দলের বিপক্ষেই শুধুমাত্র নিজেদের সঠিকভাবে যাচাই করা যায়। যদিও এখনো আমাদের উন্নতির অনেক জায়গা আছে। আমি মনে করি কোন দলই এখনও তাদের পূর্ণাঙ্গ শক্তি দেখাতে পারেনি। মেসি আর্জেন্টিনা দলে না থাকলে হয়তো প্রতিপক্ষ কিছু দল খুশিই হবে। তবে স্পেনের ফরোয়ার্ড লুকাস ভাসকেস চান, তাদের বিপক্ষে চোট কাটিয়ে খেলুক বার্সিলোনার তারকা এই ফরোয়ার্ড। ভাসকেস বলেন, আর্জেন্টিনার দারুণ সব খেলোয়াড় আছে। মনে হচ্ছে, শেষ মুহূর্ত পর্যন্ত মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা থাকবে। কিন্তু আমরা সব সময় সেরা খেলোয়াড়দের বিপক্ষে খেলতে চাই। তাই, মেসি খেললে সেটা আরও ভাল হবে। গত শুক্রবারের প্রীতি ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির সঙ্গে ১-১ ড্র করে ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন। আর্জেন্টিনা ম্যাচে কোন দলকে ফেবারিট মনে করছেন না ভাসকেস। বলেন, আমাদের বাস্তববাদী হতে হবে। কিছু শীর্ষ পর্যায়ের খেলোয়াড় নিয়ে আমাদের চমৎকার একটা জাতীয় দল আছে। কিন্তু আমরা ফেবারিট, নাকি ফেবারিট নই-এই আলোচনার কোন মানে নেই। একমাত্র যে কাজটা আমরা করতে পারি, সেটা হচ্ছে কঠোর পরিশ্রম করা, কোথায় আমাদের গুণ আছে, সেটা জানা এবং সম্ভাব্য সেরা কন্ডিশন নিয়ে খেলতে নামা। এরপর আমরা বিশ্বকাপ জেতার চেষ্টা করতে পারি। এদিকে গোঁড়ালির ইনজুরির কারণে ইতালির বিপক্ষে ম্যাচে ইংল্যান্ড দল থেকে ছিটকে গেছেন জো গোমেজ। আমাস্টারডামে হল্যান্ডের বিপক্ষে ম্যাচে ২০ বছর বয়সী এই ডিফেন্ডার মাত্র ১০ মিনিট মাঠে ছিলেন। ইনজুরির কারণে তিনি মাঠ ছাড়তে বাধ্য হন। তার স্থানে মাঠে নামেন হ্যারি ম্যাগুয়েরি। ইতোমধ্যেই ইনজুরির কারণে জ্যাক উইলশায়ার দলের বাইরে থাকায় ওয়েম্বলিতে আজ্জুরিদের বিপক্ষে ম্যাচে গোমেজের ওপর আস্থা রাখতে চেয়েছিলেন কোচ গ্যারেথ সাউথগেট। জাতীয় দলে এই মুহূর্তে বড় কোন সমস্যা না হলেও গোমেজের ইনজুরিতে তার ক্লাব লিভারপুল নিশ্চিতভাবেই দুশ্চিন্তায় পড়েেেছ। প্রিমিয়ার লীগ ও চ্যাম্পিয়ন্স লীগের গুরুত্বপূর্ণ এই সময়ে লিভারপুলের মেডিকেল দল গোমেজের বিষয়টি নিয়ে ভাবতে শুরু করেছে।
×