ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আর্জেন্টাইন তারকার সঙ্গে মিয়ামি ওপেনের চতুর্থ পর্বে জায়গা করে নিয়েছেন জন ইসনার, মারিন চিলিচ এবং মিলোস রাওনিকও

ছুটছে ডেল পোত্রোর জয়রথ

প্রকাশিত: ০৬:১৩, ২৭ মার্চ ২০১৮

ছুটছে ডেল পোত্রোর জয়রথ

স্পোর্টস রিপোর্টার ॥ ২০০৯ সালে ইউএস ওপেনের শিরোপা জিতেছিলেন জুয়ান মার্টিন ডেল পোত্রো। এরপর কেটে গেছে ৯ বছর। কিন্তু মেজর কোন শিরোপার দেখা পাননি তিনি। চোট আর ফর্মহীনতার কারণে বেশিরভাগ সময়ই টেনিস কোর্টের বাইরে ছিটকে পড়েন এই আর্জেন্টাইন তারকা। তবে ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে এসে টেনিস কোর্টে এখন দুর্দান্ত খেলছেন ডেল পোত্রো। মেক্সিকান ওপেন এবং ইন্ডিয়ান ওয়েলসের চ্যাম্পিয়ন হওয়ার পর আর্জেন্টাইন তারকা দুর্দান্ত খেলছেন মিয়ামি ওপেনেও। অসাধারণ পারফর্মেন্স উপহার দিয়েই মিয়ামি ওপেন টেনিসে পুরুষ এককের চতুর্থ রাউন্ডে উঠেছেন টুর্নামেন্টের পঞ্চম বাছাই ডেল পোত্রো। তৃতীয় রাউন্ডে খুব সহজেই জয় পেয়েছেন তিনি। ২৬তম বাছাই জাপানের কেই নিশিকোরির বিপক্ষে সরাসরি সেটে জয় পান ডেল পোত্রো। দুই সেটের কোনটিতেই লড়াইয়ের আবহ তৈরি করতে পারেনি নিশিকোরি। যে কারণে শেষ পর্যন্ত ৬-২ ও ৬-২ গেমে দই সেট জিতে চতুর্থ রাউন্ডে ওঠেন পোত্রো। সেইসঙ্গে টানা ১৩ ম্যাচ জয়ের স্বাদ পান তিনি। ম্যাচের শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আর্জেন্টাইন তারকা ডেল পোত্রো বলেন, ‘আমি মনে করি, এই মুহূর্তে সেরাটাই খেলছি। আমি আরও ভাল খেলতে পারি সে বিষয়ে কোন সন্দেহ নেই। তবে তার আগে প্রয়োজন আত্মবিশ্বাসটা বাড়ানোর। সেজন্যই চেষ্টা করছি জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে। যদিওবা এটা মোটেও সহজ কাজ নয়। কেননা, অনেক সময় চেষ্টা করলেও দেখা যায় শরীর সেভাবে সায় দেয় না।’ জুয়ান মার্টিন ডেল পোত্রোর জয়ের দিনে চতুর্থ রাউন্ডের টিকিট কেটেছেন মারিন চিলিচও। দ্বিতীয় বাছাই ক্রোয়েশিয়ান তারকার তৃতীয় রাউন্ডে প্রতিপক্ষ ছিল কানাডার অবাছাই ভাসেক পোসপিসিল। অখ্যাত ভাসেক পোসপিসিলের বিপক্ষে ফেভারিট হিসেবেই খেলতে নেমেছিলেন চিলিচ। তবে ম্যাচের শুরুর থেকে চিলিচকে ছাড় দেননি পোসপিসিল। প্রথম সেটে চিলিচের বিপক্ষে দারুণ লড়াই করেন কানায়িান খেলোয়াড়। তারপরও ৭-৫ গেমে সেটটি জিতে নেন চিলিচ। দ্বিতীয় সেটেও নিজের সেরাটা দেয়ার চেষ্টা করেন পোসপিসিল। কিন্তু শেষ পর্যন্ত সেট গড়ায় টাইব্রেকারে। তবে এখানেও ভাগ্যের জোরে জয় পান চিলিচ। ৭-৬ (৭/৪) গেমে জয় দিয়ে চতুর্থ রাউন্ডের টিকিট কাটেন তিনি।
×