ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আজীবন নিষিদ্ধ হতে পারেন স্মিথ

প্রকাশিত: ০৬:১২, ২৭ মার্চ ২০১৮

আজীবন নিষিদ্ধ হতে পারেন স্মিথ

শাকিল আহমেদ মিরাজ ॥ বল টেম্পারিংয়ের দায়টা প্রকাশ্যেই স্বীকার করেছেন স্টিভেন স্মিথ। সুতরাং তাকে ‘খলনায়ক’ বলাতে বাড়াবাড়ি কিছু নেই। ক্রিকেটে ইতোপূর্বে যত কলঙ্কিত ঘটনা ঘটেছে, বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণত অপরাধী অপরাধ অস্বীকার করেছেন। পরে হয়ত অনেক কিছু বেরিয়ে এসেছে। কিন্তু কেপটাউন টেস্টে সতীর্থ ক্যামেরন ব্যানক্রফটের সিরীষ কাগজ দিয়ে বল টেম্পারিংয়ের বিষয়টি অধিনায়ক প্রকাশ্যে স্বীকার করেন, বলেছেন ড্রেসিং রুমের অনেকেই তা জানতেন! ক্ষমা চেয়ে অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে তাই সময় নেননি। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। তবে এতেই রক্ষা হচ্ছে না। ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ) উদ্ধৃত করে সংবাদ মাধ্যম জানিয়েছে, আজীবন নিষিদ্ধ হতে পারেন সময়ের তুখোড় এই ব্যাটসম্যান! ওদিকে অসিদের মান বাঁচাতে অবসর ভেঙ্গে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক! অস্ট্রেলিয়ার মতো কুলীন ও আভিজাত্যপূর্ণ ক্রিকেট পরাশক্তির কপালে কলঙ্কের কালি লেপে দিয়েছেন স্টিভেন স্মিথ-ডেভিড ওয়ার্নাররা। বল টেম্পারিংয়ের মতো ঘৃণ্য কাজ করেও সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ নির্লিপ্ত কণ্ঠেই বলেন, এটা তারা দলীয়ভাবে পরিকল্পনা করেই করেছেন! পুরো ক্রিকেট দুনিয়া অস্ট্রেলিয়ার এমন কাে হতবাক। নিন্দার ঝড় বয়ে যাচ্ছে অসিদের ওপর দিয়ে। সাবেক তারকাদের সমালোচনার তীর ছুটে যাচ্ছে বর্তমান দলটার দিকে। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি অবশ্য তেমন কোনো শাস্তির ব্যবস্থা করেনি। স্মিথকে এক টেস্টের জন্য নিষিদ্ধ করেই তারা ক্ষান্ত দিয়েছে। তবে এবার আসল দায়িত্ব পালন করতে হবে ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ)। সেই আসল দায়িত্বটা পালন করতে গিয়ে কিন্তু বেশ কঠোরই হতে যাচ্ছে সিএ। খবরটা দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত গেছে। অস্ট্রেলিয়া ক্রিকেটের ‘কোড অব কন্ডাক্ট’ ভেঙ্গে সর্বোচ্চ শাস্তি আজীবন নিষেধাজ্ঞায়ও পড়তে হতে পারে স্মিথ-ওয়ার্নারকে। সদ্য সমাপ্ত কেপটাউন টেস্টের তৃতীয় দিনে বিতর্কিত ঘটনাটি ঘটায় অস্ট্রেলিয়া। টিভিতে ধরা পড়ে, হলুদ কাপড়ের মতো কিছু একটা (আসলে সিরীষ কাগজ) পকেট থেকে বের করেন ব্যানক্রফট। পরে সেটি লুকানোর চেষ্টা করেন তার ট্রাউজারের ভেতরে। বিষয়টি টিভি আম্পায়ারের দৃষ্টিতে পড়লে তিনি মাঠে থাকা আম্পায়ারদের বিষয়টি দেখতে বলেন। তবে এখানেও মিথ্যের আশ্রয় নেন ব্যানক্রফট। পকেট থেকে একটা কালো কাপড় বের করে দেখান, সানগ্লাস মোছার জন্য তিনি এটাকেই বের করেছিলেন। ঘটনা ফাঁস হওয়ার পর ক্রিকেট অস্ট্রেলিয়া স্বভাবতই কঠোর হতে যাচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে স্মিথ, ওয়ার্নার, ব্যানক্রফট এবং দলের কোচ ড্যারেন লেহম্যানের সঙ্গে কথা বলবে সিএ। এরপর সিদ্ধান্ত হবে দলের কতজন খেলোয়াড় শাস্তির আওতায় আসবেন। পুরো প্রক্রিয়াটি চলবে স্বাধীন তদন্ত কমিশনের অধীনে। বিষয়টি গভীরতা কতখানি এবং ক্রিকেটে এর প্রভাব কতখানি- এটার ওপর ভিত্তি করে শাস্তি নির্ধারণ হবে। এ ক্ষেত্রে সবকিছু বিবেচনা সাপেক্ষে সর্বোচ্চ আজীবন নিষেধাজ্ঞাও হতে পারে বর্তমান অসি তারকা স্মিথ-ওয়ার্নারের। ওদিকে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) রাজস্থান রয়্যালসের অধিনায়কের দায়িত্ব থেকেও স্মিথকে সরিয়ে দেয়া হয়েছে। স্মিথকে এক সময় অস্ট্রেলীয়দের ক্রিকেট দেবতা স্যার ডন ব্র্যাডম্যানের সঙ্গে তুলনা করা হতো। বর্তমান সময়ে দেশটির পতাকাবাহক হিসেবেও সবার আগে ছিল তার নাম। কিন্তু একটা ঘটনাতেই চূর্ণ হয়ে গেল তাকে ঘিরে থাকা সম্মানের বলয়। এক মুহূর্তে বিশ্ববন্দিত থেকে বিশ্বনিন্দিত স্মিথ। সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্কের টুইট, ‘হায়... ঘুম থেকে উঠে আমি কী দেখছি। দয়া করে বলুন, এটা একটা দুঃস্বপ্ন।’ পরে স্থানীয় টিভি চ্যানেলের এক অনুষ্ঠানে সঞ্চালকের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, ক্রিকেট অস্ট্রেলিয়ার শীর্ষ পর্যায় চাইলে এই বিপদের সময়ে অবসর ভেঙ্গে দলের হাল ধরতে চান। সাবেক তারকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান এ্যাডাম গিলক্রিস্টের মন্তব্য, ‘দুনিয়ার কাছে ক্রিকেট অস্ট্রেলিয়া এখন হাস্যকর।’ কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন যেমন বলছেন, ‘ব্যানক্রফটের জন্যই আমার বেশি খারাপ লাগছে। জুনিয়র সদস্য হিসেবে ও এত কিছু বুঝতে পারেনি। ওকে দিয়ে আসলে কাজটা করানো হয়েছে।’ আর টেম্পারিংয়ের পরিকল্পনাটা যে অধিনায়ক ও শীর্ষ ক্রিকেটারদের পক্ষ থেকেই এসেছিল, স্মিথ তো সেটি স্বীকারই করে নিয়েছেন। সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনের টুইট, ‘স্মিথদের এখন একটা বিষয় মেনে নিতেই হবে, যতদিন বেঁচে থাকবে, মানুষ বলবে ওরা ক্রিকেটের সঙ্গে প্রতারণা করেছে।’
×